ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থা কঠোর

প্রকাশিত: ০৬:২৪, ৪ জুন ২০১৭

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থা কঠোর

স্টাফ রিপোর্টার ॥ রমজান উপলক্ষে রাজধানীতে ট্রাফিক ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। নগরবাসীর ভোগান্তি অবসানের লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে । গত দুদিনে ২ হাজার ৯৫৬টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এসব মামলায় ৮ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা পুলিশের একটি নিয়মিত কাজ। চালক ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, হেলমেট ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালানো, উল্টোপথে চলাচলসহ ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে এসব মামলা দায়ের করা হয়েছে। এ সময় ৫৬টি গাড়ি ডাম্পিং এবং ২৪৩টি গাড়ি রেকারও করা হয়। ঢাকা মহানগরী এলাকায় প্রতিদিনই ট্রাফিক বিভাগের অভিযান চলে। তবে অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে অনভিজ্ঞ চালকদের গাড়ি চালানোর পরিমাণ বেড়ে যায়। ইয়াবা ও ককটেলসহ ৩ জন গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে যাত্রাবাড়ী ও শেরেবাংলানগর এলাকা থেকে মাদক ও ককটেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর যাত্রাবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলাউদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে। ডিবি পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে ডিবি (দক্ষিণ) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম যাত্রাবাড়ীর সায়েদাবাদের স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলাউদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য আঠারো লাখ টাকা। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আলাউদ্দিনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার লক্ষণখোলা গ্রামে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ৩০ ককটেল এদিকে, শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলানগর এলাকা থেকে ৩০টি তাজা ককটেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রুবেল (২৫) ও আলমগীর (৩০)। ক্রেডিট কার্ডের মতো পিসি তাইপেতে বার্ষিক কম্পিউটার কেন্দ্রিক ট্রেডশো ‘কম্পিউটেক্স-২০১৭’-তে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল ক্রেডিট কার্ড সাইজের ‘কম্পিউটার কার্ড’ উন্মুক্ত করেছে। এই পকেট সাইজের কম্পিউটারে রয়েছে ৪ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ, বিল্ট-ইন এসি ৮ হাজার ২৬৫ ওয়্যারলেস নেটওয়ার্কিং ও ব্লুটুথ। -দ্য ভার্জ সবচেয়ে বড় উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে প্রস্তুত হয়েছে মহাকাশ অভিযানে সক্ষম সবচেয়ে বড় স্ট্র্যাটোলঞ্চ নামের উড়োজাহাজ। এটি যাত্রী নয়, রকেট বহন করে। এটির ডানা লম্বায় প্রায় ৩৮৫ ফুট ও উচ্চতা ৫০ ফুট। প্রায় আড়াই লাখ পাউন্ড জ্বালানি এটি বহন করতে পারে। উড়োজাহাজটিতে আছে মোট ২৮টি চাকা ও ছয়টি জেট ইঞ্জিন। -ওয়াশিংটন পোস্ট
×