ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

চলচ্চিত্রের চিত্রনাট্য বিষয়ক কর্মশালা শুরু ৯ জুন

প্রকাশিত: ০৬:১৩, ৪ জুন ২০১৭

চলচ্চিত্রের চিত্রনাট্য বিষয়ক কর্মশালা শুরু ৯ জুন

স্টাফ রিপোর্টার ॥ যে কোন চলচ্চিত্রের জন্যই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার চিত্রনাট্য। সেই ভাবনায় তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য নতুন কর্মসূচী নিয়েছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি)। এফএফএসবির উদ্যোগে ম্যাভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় পাঁচ দিনব্যাপী ‘চিত্রনাট্য রচনা প্রশিক্ষণ এবং চলচ্চিত্রে জাতীয় ও আন্তর্জাতিক অনুদানের জন্য প্রকল্প প্রস্তুতকরণবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে কর্মশালাটি শুরু হবে আগামী ৯ জুন। শেষ হবে ১৮ জুন। কর্মশালায় শেখানো হবে চলচ্চিত্রের ভাষা কেমন করে গড়ে ওঠে, চলচ্চিত্রের প্রাথমিক ধারণা তৈরি হওয়ার প্রক্রিয়া, চিত্রনাট্যের প্রাথমিক ধারণা এবং হাতে-কলমে চিত্রনাট্য রচনা প্রশিক্ষণ, চিত্রনাট্য রচনার বিভিন্ন প্রয়োজনীয় ধারণাসমূহ, বাংলাদেশ সরকারের চলচ্চিত্র অনুদান প্রকল্পের জন্য সম্পূর্ণ চলচ্চিত্র নির্মাণ প্রকল্প তৈরির বিভিন্ন দিক এবং আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র অনুদান প্রদানকারী সংস্থার জন্য অনুদানের প্রকল্প প্রস্তুতের প্রশিক্ষণ প্রদান করা হবে। এ কর্মশালায় প্রশিক্ষণপর্বে পাঠদান করবেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, নাট্যকার মাসুম রেজা, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা, চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ তারেক এবং চলচ্চিত্র নির্মাতা আবিদ মল্লিক। কর্মশালা পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। পাঁচ দিনের এ কর্মশালায় প্রতিদিন ক্লাস চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। কর্মশালাটি অনুষ্ঠিত হবে ৯, ১০, ১৬, ১৭ ও ১৮ জুন। কর্মশালায় আসন সংখ্যা সীমিত। কর্মশালায় অংশগ্রহণ ৮ জুনের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে হলে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৭ম তলার ৭০১ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে। এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং নিবন্ধন ফি পরিশোধ করে নিবন্ধন চূড়ান্ত করা যাবে। এছাড়া নিবন্ধনের জন্য ০১৭১৮-৯৫৬৫৭৭ ও ০১৯৭১-১০১১০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
×