ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনা বিএনপির প্রেসব্রিফিং

ক্রসফায়ারের ভয় দেখিয়ে মার্শালের স্বীকারোক্তি আদায়

প্রকাশিত: ০৮:২৩, ১ জুন ২০১৭

ক্রসফায়ারের ভয় দেখিয়ে মার্শালের স্বীকারোক্তি আদায়

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মিঠু হত্যাকা-ের ঘটনায় আটক বিএনপি নেতা মার্শালকে ক্রসফায়ারে হত্যার ভয় দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে বাধ্য করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীকে অবিশ্বাস্য দাবি করে বিএনপি নেতারা বলেন হত্যাকা-ের মূল ঘটনা আড়াল করতে পুলিশ বাহিনী তৎপর। মিঠু বিএনপির অন্তর্কোন্দলে খুন হয়েছে এমনটি ভাবার কোন সুযোগ নেই। এটি অবিশ্বাস্য। খুলনা বিএনপির পক্ষ থেকে রেঞ্জ পুলিশের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে দলীয় কার্যালয়ে বুধবার এক প্রেসব্রিফিংয়ে বিএনপি নেতারা এ কথা বলেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু প্রেসব্রিফিংয়ে বলেন, মিঠুর পরিবার থেকে বার বার বলা হচ্ছে মিঠুর বাবা আবুল কাশেম ও ভাই বাদলের হত্যাকারীরাই মিঠুর হত্যাকারী। মিঠুকে এর আগে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মিঠু বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় ফুলতলা উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা শেখ আকরাম হোসেনকে আসামি করা হয়। মিঠুর পরিবার আকরাম হোসেনকে এ হত্যাকা-ে জড়িত দাবি করেছে। অথচ পুলিশ সেদিকে গুরুত্ব না দিয়ে বিএনপি নেতা মিঠু হত্যার দায় বিএনপির কাঁধেই চাপাচ্ছে।
×