ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিনেট গোয়েন্দা কমিটিকে তথ্য দিতে রাজি মাইকেল ফিন

প্রকাশিত: ০৬:২৬, ১ জুন ২০১৭

সিনেট গোয়েন্দা কমিটিকে তথ্য দিতে রাজি মাইকেল ফিন

যুক্তরাষ্ট্রের গত বছরের নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তে সিনেট গোয়েন্দা কমিটিকে তথ্য সরবরাহে প্রথমে অস্বীকার করলেও পরে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফিন। চলতি মাসের শুরুর দিকে তাকে অনুরোধ জানানো হলে তিনি দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত তথ্য উপাত্ত গোয়েন্দা কমিটির কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে। খবর গার্ডিয়ান অনলাইনের। মঙ্গলবার মাইকেল ফিনের তথ্য হস্তান্তরের সিদ্ধান্ত প্রথমবারের মতো সিনেটের সঙ্গে তার ঐকমত্যের আভাস মিলেছে। কংগ্রেসের তদন্তকারীও তথ্য হস্তান্তরের জন্য তাকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন। খরগোশের মুখে সিগারেট! সচরাচর মানুষের মুখেই সিগারেট দেখা যায়। তবে এবার দেখা গেল খরগোশের মুখে তা-ও আবার জ্বলন্ত অবস্থায় ও জনাকীর্ণ রাস্তায়! এমনই একটি ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। স্কটল্যান্ডের এডিনবরা শহরের লুইস এচেসন ছবিটি টুইট করেন। ছবিটিতে ১৬ হাজারেরও বেশি লাইক পড়েছে, রিটুইট হয়েছে সাড়ে ছয় হাজারেরও বেশি। -এনডিটিভি অরণ্যপ্রেমী... ব্রাজিলের সাও পাওলো শহরের এ্যান্তোনিও ভিনচেনতে (৮৪) পতিত জমিতে গাছ লাগিয়ে অরণ্যপ্রেমী হয়েছেন। তিনি এ্যামাজনের বনে ৩০ হেক্টর জমি কিনে সেখানে গাছ লাগাতে শুরু করেন। জমিটি কৃষিকাজের জন্য গাছ কেটে তৈরি করা হয়েছিল। সে সময় ব্রাজিলের সামরিক সরকার দেশে কৃষির প্রসার ঘটানোর জন্য অর্থ বরাদ্দ করছিল। সেই টাকা ও নিজের ব্যবসার টাকা দিয়ে জমিটি কেনেন। সান-ফ্রান্সিসকোর হাভিয়ে শহরেও তার ব্যক্তিগত অরণ্য রয়েছে। -বিবিসি
×