ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনমত জরিপে রক্ষণশীল নেতার কাছাকাছি লেবার নেতা

করবিনকে ব্যক্তিগত আক্রমণ টেরেসা মের

প্রকাশিত: ০৬:২৫, ১ জুন ২০১৭

করবিনকে ব্যক্তিগত আক্রমণ টেরেসা মের

ব্রিটেনের চ্যানেল ফোর ও স্কাই নিউজ গত সোমবার লেবার পার্টির নেতা জেরেমি করবিনের সাক্ষাতকার গ্রহণ করে। সাক্ষাতকার গ্রহণ করেন জেরেমি প্যাক্সমেন। সাক্ষাতকারের একপর্যায়ে চ্যানেল ফোরের পেক্সম্যান, জেরেমি করবিনকে জিজ্ঞাসা করেন, সন্ত্রাসী হামলা হলে তিনি সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে কী ধরনের অস্ত্র প্রয়োগ করবেন। সেটি কী পারমাণবিক অস্ত্র অথবা ড্রোন হামলাÑ কোন অস্ত্র প্রয়োগ যথার্থ হবে? বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতেই সবকিছু নির্ধারিত হয় এবং এসব পরিস্থিতিতে সমরাস্ত্র বিশারদগণই ভাল জবাব দিতে পারেন। জেরেমি করবিনের ‘দ্বিধাগ্রস্ত উত্তরে’ তার প্রতিদ্বন্দ্বী টেরেসা মে উৎফুল্ল হয়ে বলেন, জেরেমি পারমাণবিক হামলা ঠেকাতে সমর্থ নন, তিনি সন্ত্রাসী হামলা মোকাবেলায় সক্ষম নন, এমন কী তিনি আমাদের সুরক্ষা দিতে পুলিশকে পর্যাপ্ত ক্ষমতা দিতে প্রস্তুত নন। তিনি তার অপরিকল্পিত পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন। পক্ষান্তরে টেরেসা নিজেকে জাতীয় বিভিন্ন সমস্যা ও আসন্ন ব্রেক্সিট সংক্রান্ত আলোচনায় সুপ্রস্তুত হিসেবে অভিহিত করে বলেন, নির্বাচনের মাত্র এগারো দিন পর যে ব্রেক্সিট আলোচনা শুরু হবে তাতে জেরেমি করবিন দরকষাকষিতে এতটাই অপরিপক্ব যে ইইউ জোটের সম্মেলন কক্ষে তার কাপড় খুলে পড়বে।
×