ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নুসরাত ফারিয়া

নাসা স্পেস এ্যাপ চ্যালেঞ্জে বিশ্বসেরায় হাবিপ্রবি

প্রকাশিত: ০৭:৪৭, ৩০ মে ২০১৭

 নাসা স্পেস এ্যাপ চ্যালেঞ্জে বিশ্বসেরায় হাবিপ্রবি

নাসা স্পেস এ্যাপ চ্যালেন্জে বিশ্বসেরা পাঁচে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর শিক্ষার্থীদের একটি দল জায়গা পেয়েছে। চলছে ভোটিং টাইম, জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত করা যাবে ভোট। বিশ্বের বুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা চার শিক্ষার্থীর অর্জনটি সত্যি গর্ব করার মতো। এ তালিকায় স্থান পেয়েছে বুয়েটের একটি দলও। প্রাকৃতিক সৌন্দর্যের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) যেন এক সাজানো বাগানবাড়ী। অপরূপ সৌন্দর্যের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর চার শিক্ষার্থী আহমেদ অনন্য মাসুদ, মৌরী সামাদ মৌ, তানভির আহমেদ শাওন, খন্দকার তৌকির হোসেন প্রান্ত জমা দিয়েছিলেন তাদের প্রজেক্ট, যার কার্যকারিতা বুঝে নাসা কর্তৃপক্ষ সেরা পাঁচে জায়গা দিল তাদের। দলের সদস্য মৌরি সামাদ মৌ বলেন, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর ২৫% এর বেশি মানুষের নিরাপদ পানির সংস্থান নেই। হ্যাঁ। আর এই পানির দূষণে কত প্রকার রোগ যে তৈরি হচ্ছে তা কি জানেন? আসুন শুধু এক পলক চোখ দেয়া যাক, স্বাধীনতার ৪৬ পর পার করেও আমরা বুড়িগঙ্গা, হাজারীবাগ- কে পর্যন্ত ময়লা থেকে মুক্ত করতে পারিনি। কারণ, কেউ স্বপ্ন পর্যন্ত দেখিনি। কিন্তু এই স্বপ্নটাই দেখেছে আমাদের দেশের কিছু তরুণ- ছেলেমেয়ে। মনে করুন সৌর শক্তি দ্বারা চালিত বড় একটা জাহাজ তৈরি করলাম যার সঙ্গে থাকবে কতগুলো ছোট ছোট রোবট। আমাদের বড় জাহাজটা নাসা এর ডাটাবেজ থেকে তথ্য সংগ্রহ করবে যে কোন কোন এলাকায় পানিতে আবর্জনার পরিমাণ বেশি। তারপর সেখানে গিয়ে তার রোবটগুলোকে কামলা খাটিয়ে সব ময়লা আবর্জনা একত্রিত করবে। এরপর এদের মধ্যে প্লাস্টিক জাতীয় যেসব পাওয়া যাবে সেগুলোকে পুড়িয়ে সেখানেই স্তূপ করে রাখবে এই কামলা খাটা রোবটগুলো। আচ্ছা একটা জাহাজ না হয় অনেক কম ময়লা আবর্জনা পরিষ্কার করবে কিন্তু এরকম যদি হাজারটা অথবা লক্ষটা জাহাজ পানিতে ছাড়া হয় পানিতে কি আগের মতো ময়লা আবর্জনা থাকবে? এরকম আইডিয়া নিয়েই বাজিমাত করেছে আমাদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “ঞবধস ঊহমষরঃধং”। বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রফেসর ড. মুঃ আবুল কাশেম বলেন, “আমি গর্বিত আমাদের শিক্ষার্থীদের এ সাফল্যে। এ সাফল্য নাসায় লেখা থাকুক অনেকদিন, ‘ঞবধস ঊহমষরঃধং’ তাদের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে বাংলাদেশসহ অন্য দেশের পানি দূষণ রোধ করুক।” ভোটিং সিস্টেম: ১. প্রথমে এই ‘যঃঃঢ়ং://২০১৭.ংঢ়ধপবধঢ়ঢ়ংপয ধষষবহমব.ড়ৎম/ধঁঃয/ংরমহঁঢ়’ লিংক টিতে গিয়ে একটা এ্যাকাউন্ট খুলতে হবে। (ইউজার নেইম এবং পাসওয়ার্ডটা খুব ভাল করে মনে রাখুন। এটার মাধ্যমে আপনি পরবর্তীতে নাসার এ্যাকাউন্টে ঢুকে ভোট দিতে পারবেন ) ২. সাইন আপ করা হয়ে গেলে আপনার মেইল বক্স এ ঢুকে কনফার্ম করবেন এ্যাকাউন্ট টি। ৩. এ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে, এই লিংক “যঃঃঢ়ং://২০১৭.ংঢ়ধপবধঢ়ঢ়ংপযধষষবহমব.ড়ৎম/াড়ঃব “ এ যাবেন। সার্চ বক্স এ ‘ঊহমষরঃধং’ লিখলেই দেখতে পাবেন এই টিম টাকে। তখন আপনি তাদের ভোট দেয়ার একটা অপশন পাবেন! ভোট বাটনটি চেপে রাখবেন যতক্ষণ না এটি সবুজ হয়। সবুজ হলেই বুঝবেন লাল-সবুজের নিজের দেশটার জন্য জানান দিলেন আরও একবার আপনার ভালোবাসার কথা...
×