ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালতের অভিযান॥ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৭:৪০, ২৯ মে ২০১৭

ভ্রাম্যমাণ আদালতের অভিযান॥ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার দুটি নামকরা মিষ্টির দোকান ও বাদামতলীর ফলের আড়তে ফরমালিন ও ভেজালবিরোধী অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ওই প্রতিষ্ঠানগুলো জরিমানা করে তাদের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি গুলশান ল্যাভেন্ডার একটি অভিজাত চেইন শপ মলে পণ্যের গুণগত মানে গলদ থাকার অভিযোগে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে এপিবিএন-৫ সদস্যরা। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা ও পোকামাকড়সহ মিষ্টি সংরক্ষণের দায়ে পুরান ঢাকার চকবাজারে বোম্বে সুইটস এ্যান্ড চানাচুরের কাছ থেকে দুই লাখ টাকা ও পাশাপাশি একই স্থানের ‘আলাউদ্দিন সুইটমিটকে’ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান জানান, বোম্বে সুইটসের পাশ দিয়ে যাওয়ার সময় দোকানে সাজিয়ে রাখা মিষ্টির ওপর মাছি দেখে আদালতের সদস্যরা সেখানে যায়। পরে কারখানা পরিদর্শনে গেলে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে দেখা যায়। সেখানে একটি গামলায় পচা মিষ্টি। আরেকটি গামলায় মিষ্টিতে পোকামাকড় পড়ে থাকতে দেখেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান জানান, এসব অপরাধে বোম্বে সুইটসের ব্যবস্থাপক আবদুল হাই ও কর্মচারী মোঃ শইখকে আটক করা হয়। আটককৃতরা দোষ স্বীকার করায় দুইজনকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া করা হয়। আটককৃতরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। জব্দ করা মিষ্টিগুলো নালায় ফেলে দেয়া হয়। মশিউর রহমান জানান, প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ফায়ার লাইসেন্স এবং দই তৈরির জন্য বিএসটিআইর কাগজপত্রও দেখাতে পারেনি। রমজান থাকায় তাদের ব্যবসায়িক ক্ষতি হবে ভেবে কারখানাটি সিলগালা না করে তাদের এক সপ্তাহ সময় দেয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে কাগজপত্র না দেখাতে পারলে কারখানাটি সিলগালা করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, একই এলাকায় অভিযান চালানোর সময় আলাউদ্দিন সুইটমিট কারখানায় মানসম্মত পরিবেশ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে একই সময় গুলশানের ল্যাভেন্ডার একটি অভিজাত চেইন শপ। এখানে কেনাকাটা করেন বিত্তবানদের পাশাপাশি দেশী-বিদেশী কূটনীতিকরাও। পণ্যের গুণগত মানে সেরার দাবিদার এই প্রতিষ্ঠানের পণ্যেও নাকি গলদ রয়েছে। সরকারী নিয়মকানুন অমান্য করে পণ্য বিক্রির অভিযোগে এই ল্যাভেন্ডারকেই জরিমানা করা হয় এক লাখ টাকা। রবিবার দুপুরে যখন এখানে অভিযান চালায় আর্মড পুলিশের একটি দল, তখন সেখানে ছিল কৌতূহলী মানুষের ভিড়। কেনাকাটা করতে আসা অনেকেই বেশ আগ্রহ নিয়ে অভিযানকারী পুলিশকে প্রশ্ন রাখেন, এখানেও কি ভেজাল? পুলিশ বলল, ভেজাল না হলেও অনিয়ম রয়েছে পণ্যের লেভেলে। যা ভেজালের সংজ্ঞায় ধরার মতো। ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা জেলা প্রশাসনের ভেজালবিরোধী মোবাইল কোর্ট যৌথভাবে এই অভিযান চালায়। এপিবিএন-৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এপিবিএন-৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রবেল জানান, বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত অনুমোদনহীন পণ্য যেমনÑ শ্যাম্পু, স্কিন ক্রিম, সাবান, ফ্রুট জুস, টমেটো কেচাপ ইত্যাদি বিক্রি ও বিপণন করার অপরাধে গুলশান-২ নম্বরে ল্যাভেন্ডার সুপার সপের ব্যবস্থাপক সৈয়দ সেলিম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুরো রমজান মাস ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫-এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে রাজধানীর সদরঘাটের বাদামতলী এলাকায় ফলের আড়তে ফরমালিন ও ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান শুরু করে। অভিযানে অংশ নেয়া র‌্যাব-১০-এর অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এ্যাডিশনাল ডিআইজি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, রমজানে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফলমূলে ফরমালিন ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান বলেন, মূলত আম, খেজুর ও কলায় ফরমালিন রয়েছে কি না, তা টেস্ট করা হচ্ছে। ফলে ফরমালিন ও ভেজাল পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। কয়েকটি প্রতিষ্ঠানের মালামালের গুণগত মান প্রশ্নবিদ্ধ।
×