ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের এ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্যটি পুনঃস্থাপন

প্রকাশিত: ০৮:৩৭, ২৮ মে ২০১৭

সুপ্রীমকোর্টের এ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্যটি পুনঃস্থাপন

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেয়া ভাস্কর্যটি এ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়েছে শনিবার রাতে। রাত ১০টা থেকে ভাস্কর্য বসানোর কাজ শুরু হয় জানান ভাস্কর মৃণাল হক। তিনি উপস্থিত থেকে ভাস্কর্য পুনঃস্থাপনের কাজ তদারক করেছেন। মৃণাল হক বলেন, এখানে এটা বসানোর কোন বিধি আছে বলে আমার মনে হয় না। এটা বসানোর জন্য সম্মানের সঙ্গে আগেই ছিল একমাত্র জায়গা। আমার মনে হয় না এর গুরুত্ব পাচ্ছে। গত বছরের শেষ দিকে এ ভাস্কর্যটি সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে বসানো হয়। হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের অব্যাহত দাবির মুখে গত বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রীমকোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানো হয়।
×