ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিওতে টাকা তুলেছে হাডকো

প্রকাশিত: ০৬:২৪, ২৮ মে ২০১৭

আইপিওতে টাকা তুলেছে হাডকো

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হাউজিং এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কোম্পানি-হাডকো পুঁজিবাজার থেকে ১২২৪ কোটি রুপী সংগ্রহ করেছে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা। সম্প্রতি কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) এই অর্থ সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। হাডকো হচ্ছে প্রায় ৫ বছর পর পুঁজিবাজারে আসা ভারতীয় কোন সরকারী কোম্পানি। গত ১১ মে কোম্পানির আইপিওর সাবস্ক্রিপশন শেষ হয়েছে। আইপিওতে প্রতিষ্ঠানটি ২০ কোটি ৪০ লাখ ৫৮ হাজার শেয়ার বিক্রি করেছে। এটি কোম্পানির পরিশোধিত মূলধনের (আইপিও পরবর্তী) ১০.১৯ শতাংশ। আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত কোটার ৫৫.৪৫ গুণ, অপ্রাতিষ্ঠানিক উচ্চ সক্ষমতার বিনিয়োগকারীদের কোটার ৩৩০.৩৬ গুণ এবং সাধারণ বিনিয়োগকারীদের কোটার ১১গুণ আবেদন জমা পড়ে। আইপিওতে ৬০ টাকা দরে এসব শেয়ার বিক্রি হয়। ১৯ মে স্টক এক্সচেঞ্জে হাডকোর শেয়ার লেনদেন শুরু হয়। প্রথম লেনদেনটি হয় ৭৩.৪৫ রুপী দরে। গত বৃহস্পতিবার বোম্বে স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের কেনাবেচা হয় সর্বনিম্ন ৬৭.১০ রূপি থেকে সর্বোচ্চ ৬৮.৯০ রুপী দরে। চলতি হিসাববছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে হাডকো ৪৯৬ কোটি টাকা নিট মুনাফা করেছে। ডিএসইতে পিই রেশিও বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৩৭ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৫ দশমিক ৩০ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে। সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৫.৪ পয়েন্টে, সিরামিক খাতের ২৬ পয়েন্টে, প্রকৌশল খাতের ২২ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৫.৪ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুত খাতে ১৩ পয়েন্টে, সাধারণ বীমা খাতে ১২ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২৬.১ পয়েন্টে। এছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ২২.১ পয়েন্টে, বিবিধ খাতের ২৮.৪ পয়েন্টে, এনবিএফআই খাতে ২০.৭ পয়েন্ট, কাগজ খাতের মাইনাস ৩৩.৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৬.৫ পয়েন্টে। পুঁজিবাজারে আসছে এডিএন টেলিকম অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন আইনে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে এডিএন টেলিকম লিমিটেড। এরই অংশ হিসেবে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা এ সিদ্ধান্ত অনুমোদন করে। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আসিফ মাহমুদ। ইজিএমে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মইনুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এনায়েত হোসেন ও কোম্পানি সচিব মনির হোসেনসহ শেয়ারহোল্ডার ও কর্মকর্তারা। কোম্পানিটি ৩০ লাখ ৮৩৪টি সাধারণ শেয়ার ছেড়ে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বাজার থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা তুলতে চায়। প্রতিটি শেয়ারের জন্য ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে। এর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়ে ৪১ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ৬৬০ টাকা থেকে ৪৪ কোটি ৮৬ লাখ টাকা হবে।
×