ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় বিএনপি নেতা হত্যাকাণ্ডে মামলা দায়ের, অর্ধদিবস হরতাল পালিত

প্রকাশিত: ০৬:০৫, ২৮ মে ২০১৭

খুলনায় বিএনপি নেতা হত্যাকাণ্ডে মামলা দায়ের, অর্ধদিবস হরতাল পালিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু দেহরকাষীসহ খুর হওয়ার ঘটনায় শনিবার বিকেলে মামলা হয়েছে। সরদার আলাউদ্দিন মিঠুর ছোট ভাই রাজ সরদার বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-৯ জনকে উল্লেখ করে জোড়া হত্যাকা-ের এ মামলাটি করেছেন। শুক্রবার রাতে আটককৃত সন্দেহভাজন ২ যুবককে মামলায় আটক গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে মিঠু হত্যার ঘটনায় খুলনায় অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। ফুলতলা থানার ওসি আছাদুজ্জামান মুন্সি জানান, বিএনপি নেতা মিঠু হত্যাকা-ের ঘটনায় মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মিঠুর ছোট ভাই রাজ সরদার। এতে কারও নাম উল্লেখ করা হয়নি। হত্যাকা-ের সঙ্গে যুক্ত থাকার সন্দেহভাজন হিসেবে আটক ইমরুল শেখ (২৭) ও রকিবুল ইসলামকে (৩০) গ্রেফতার দেখান হয়েছে। থানায় দায়েরকৃত ২৯ নম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি নিজেই। খুলনায় শনিবার ভোর ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত হরতালের সমর্থনে বিএনপি এবং ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দল নগরীতে পৃথক পৃথকভাবে কালো পতাকা হাতে মিছিল করে। হরতাল চলাকালে নগরীতে দোকানপাট বিপণিবিতান, ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। যানবাহন চলাচল ছিল সীমিত। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়নি। অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান ফটক ছিল বন্ধ। সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে করে বিএনপি। জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, ডাঃ গাজী আবদুল হক, সিরাজুল ইসলাম, আমীর এজাজ খান, গাজী তফসির আহমেদ, এ্যাড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামন মন্টু, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, মোল্লা মোশারফ হোসেন মফিজ, মুজিবর রহমান, শরীফ মোজাম্মেল হোসেন, দিদারুল হোসেন, আজিজুল হাসান দুলু, জি এম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মেহেদী হাসান দীপু, ইকবাল হোসেন খোকন, মেজবাউল আলম, জালু মিয়া, এ্যাড. গোলাম মাওলা, এ্যাড. কে এম শহিদুল আলম প্রমুখ। খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুকে বৃহস্পতিবার রাতে দামোদর নিজ অফিস কক্ষে অজ্ঞাত নামা ব্যক্তিরা গুলি করে হত্যা করে। এ সময়ে আহত হয়, মিঠুর দেহরক্ষী নওশের আলী, মিঠুর শ্বশুর সৈয়দ সেলিমসহ ৩ জন। ওই রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওশের আলী মারা যায়।
×