ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এটা থেমিসের মূর্তি ছিল না ॥ আইনমন্ত্রী

সুপ্রীমকোর্ট থেকে মূর্তি সরিয়ে সব ধর্মকে সম্মান করা হয়েছে

প্রকাশিত: ০৬:০১, ২৮ মে ২০১৭

সুপ্রীমকোর্ট থেকে মূর্তি সরিয়ে সব ধর্মকে সম্মান করা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রীমকোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণ করে ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সম্মান করা হয়েছে। তিনি বলেন, আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এটি কি গ্রীক দেবী থেমিসের মূর্তি? আমরা এটিকে থেমিসের মূর্তি বললেও এটি থেমিসের আসল মূর্তির রূপ নয়। আমার কাছে মনে হয় এটি কোন মূর্তিই ছিল না। মূর্তিটি সরিয়ে বরং ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সম্মান করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবসের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, আমরা ভবিষ্যত প্রজন্মের কাছে এ মূর্তিটি উপস্থাপন করলে আসল মূর্তির ইতিহাস বিকৃত হতো। আমরা বিকৃতি থেকে বের হয়ে আসতে চাই। এ ঘটনায় বাংলাদেশের কোন ভাবমূর্তি ক্ষুণœ হয়নি। ভাস্কর্য অপসারণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতির কথা হয়েছিল কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, সেটা প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি জানেন। তবে আমরা আগেই বলেছি, এটার এখতিয়ার প্রধান বিচারপতির। আমরা দেখেছি, প্রধান বিচারপতির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছেন। তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার প্রদান এর আগে সকালে ‘প্রজ্ঞা টোব্যাকো কন্ট্রোল জার্নালিজম এ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) তিন নম্বর গোল (সবার জন্য সুস্বাস্থ্য) অর্জনে তামাক অন্যতম বাধা। বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। কারণ তামাক শুধু উন্নয়ন ও সুস্বাস্থ্যের অন্তরায় নয়, তামাক ধীরে ধীরে মানুষকে মাদকের দিকে ধাবিত করে। কেবল আইন ও নীতিমালা করে তামাক নিয়ন্ত্রণ করা যাবে না, এজন্য জনসচেতনতা ও পাবলিক প্লেসে তামাক ব্যবহারকারীদের প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও আত্মা (এন্টি টোব্যাকো মিডিয়া এ্যালায়েন্স)। দৈনিক সমকালের উপ-সম্পাদক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং উপস্থিত ছিলেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, সিটিএফকে লিড কনসালট্যান্ট ড. শরীফুল আলম প্রমুখ। তামাকের ক্ষতিকর দিক ও তামাকবিরোধী প্রতিবেদনের পাঁচ ক্যাটাগরিতে ছয় সাংবাদিককে প্রজ্ঞার পক্ষ থেকে পুরস্কার দেয়া হয়। প্রত্যেক সাংবাদিককে ৫০ হাজার টাকার চেক, সম্মাননা ক্রেস্ট এবং সম্মাননা সার্টিফিকেট দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন দৈনিক যুগান্তরের হামিদ-উজ-জামান মামুন (সাবেক কর্মস্থল জনকণ্ঠে প্রকাশিত প্রতিবেদনের জন্য), অনলাইন বাংলা নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের শফিকুল ইসলাম, যমুনা টিভির সুশান্ত সিনহা, দ্য ডেইলি স্টার পত্রিকার পরিমল পালমা এবং বরিশালের আঞ্চলিক দৈনিক কীর্তনখোলার গোলাম মর্তুজা জুয়েল। এছাড়া শিশু ক্যাটাগরিতে বিডিনিউজ টোয়েন্টিফোরের হ্যালো-এর শিশু সাংবাদিক সাদিক ইভান পুরস্কার হিসেবে ১০ হাজার টাকার চেক, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিডিনিউজ২৪.কমের চীফ ক্রাইম করেসপনডেন্ট এবং আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন। অনুষ্ঠানে এ বছরের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য এবং এ সংক্রান্ত দিকনির্দেশনা তুলে ধরেন প্রজ্ঞার কো-অর্ডিনেটর হাসান শাহরিয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন বাংলার প্রধান প্রতিবেদক এবং আত্মার কো-কনভেনর নাদিরা কিরণ।
×