ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কানে প্রিয়াঙ্কার ঘোষণা

প্রকাশিত: ০৩:৪৪, ২৮ মে ২০১৭

কানে প্রিয়াঙ্কার ঘোষণা

সংস্কৃতি ডেস্ক ॥ চলতি বছর জাতীয় পুরস্কার ঘরে তুলেছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পল পেবল পিকচার্স’ প্রযোজিত মারাঠি চলচ্চিত্র ‘ভেন্টিলেটর’। এবারে কান চলচ্চিত্র উৎসবে ছয়টি নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে এই প্রতিষ্ঠান। চলতি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পল পেবল পিকচার্স’। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কানে প্রতিনিধিত্ব করেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। অনুষ্ঠানে এ প্রযোজনা সংস্থার পরবর্তী চলচ্চিত্র ‘পাহুনা’র পোস্টারও উন্মোচন করা হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, চলতি বছর অক্টোবরেই মুক্তি পেতে চলেছে সিকিমিজ ভাষায় নির্মিতব্য চলচ্চিত্র ‘পাহুনা’। মাওবাদীদের হামলায় নেপাল থেকে সিকিমে পালিয়ে আসা তিন শিশুর গল্প নিয়ে তৈরি হয়েছে এ চলচ্চিত্রর গল্প। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সিকিমি পরিচালক পাখি এ তাইরেওয়ালা। এছাড়া বাংলা চলচ্চিত্র ‘নলিনী’ ও ‘বৃষ্টির অপেক্ষায়’, মারাঠি চলচ্চিত্র ‘কাই রে রাসকালা’, ভোজপুরি চলচ্চিত্র ‘ব্যম ব্যম বোল রাহা হ্যায় কাশী’ এবং ‘লিটল জো, কাহা হো?’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করছে এই প্রযোজনা সংস্থাটি। উজ্জ্বল চ্যাটার্জির পরিচালনায় ‘নলিনী’ চলচ্চিত্রটি নোবলজয়ী বাঙালী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের কিশোর বয়সে মারাঠি তরুণী অন্নপূর্ণা তড়খড়ের সঙ্গে প্রেমের গল্প নিয়ে তৈরি হবে। এতে কবির বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। তবে কবির অল্পবয়সের চরিত্রে অভিনয় করছেন তা এখনও চূড়ান্ত হয়নি। শুরু থেকেই আঞ্চলিক ভাষায় চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে মধু চোপড়া বলেন, প্রতিবছর বিভিন্ন অঞ্চলের পরিচালকেরা হিন্দিতে তাদের চলচ্চিত্র তৈরির জন্য স্ত্রিপ্ট জমা দেয়। এতে লাভবান হচ্ছে বলিউড, কিন্তু হারিয়ে যাচ্ছে আঞ্চলিক ছবিগুলোর নিজস্বতা। এ চিন্তা থেকেই আমরা আঞ্চলিক ছবিগুলোকে পৃষ্ঠপোষকতা করে আসছি। কোন পরিচালক যদি সুন্দর গল্পের নতুন কোন চিত্রনাট্য নিয়ে আসেন আমরা চেষ্টা করি সেগুলো প্রযোজনা করতে। ২০১৬ সালে ভোজপুরি চলচ্চিত্র ‘মোকামা জিরো কিমি’ দিয়ে যাত্রা শুরু করে পার্পল পেবল পিকচার্স। একই বছর মারাঠি চলচ্চিত্র ‘ভেন্টিলেটর’ ও পাঞ্জাবি চলচ্চিত্র ‘সার্ভান’ প্রযোজনা করে এ প্রতিষ্ঠানটি।
×