ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাদ্যশস্য উৎপাদন বেড়ে ৩৫ মিলিয়ন টন ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৬, ২৬ মে ২০১৭

খাদ্যশস্য উৎপাদন বেড়ে ৩৫ মিলিয়ন টন ॥ কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ‘১৯৭১ সালে খাদ্যশস্যের পরিমাণ ছিল ১০ মিলিয়ন টন। ২০১৬ সালে এসে দেশের মোট খাদ্যশস্যের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ মিলিয়ন টনে। একইসঙ্গে টমেটোর উৎপাদন শূন্য দশমিক ৯ মিলিয়ন টন থেকে বেড়ে ২০১০ সালে ১০ মিলিয়ন টনে দাঁড়ায়। ভুট্টা উৎপাদনও বেড়ে দাঁড়িয়েছে ৩১ লাখ টনে।’ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বার্ক অডিটরিয়ামে কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা পরিচালনা ইউনিটের তত্ত্বাবধায়নে আয়োজিত ‘ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি-২)’ এর উদ্বোধন কর্মশালার উদ্বোধনী অধিবেশনে নিজ বক্তব্যে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশের জীবিকা এবং অর্থনীতির প্রধান ভিত্তি হলো কৃষি। গত চার দশকে কৃষিতে বাংলদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। আমাদের কৃষকদের কঠোর পরিশ্রমের ফলে কৃষির এত উন্নতি সাধন হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারের কৃষিভিত্তিক বিভিন্ন সহায়তা বিশেষ করে দেশের বিভিন্ন কৃষি-পরিবেশগত অঞ্চলগুলোতে যান্ত্রিকীকরণ কর্মসূচী এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রচারের ফলে আমাদের কৃষকরা উচ্চ ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল শস্য সরবরাহ করছে। সেইসঙ্গে, সার বিতরণ, গুণগত বীজ বিতরণের ফলে কৃষকরা উচ্চ ফলনশীল ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মশালার উদ্বোধন করে মতিয়া চৌধুরী বলেন, (এনএটিপি-২) প্রকল্পটি সম্পর্কে সঠিক জ্ঞান এবং সচেতনতা সৃষ্টি করা এ কর্মশালার মূল উদ্দেশ্য। আমি আশাবাদী কর্মশালার অংশগ্রহণকারীরা এই বহুভিত্তিক প্রজেক্টের গবেষণা, সম্প্রসারণ, কৃষি উদ্ভাবন তহবিল, সিআইজি, মাইক্রো পরিকল্পনা, উচ্চতর গবেষণা, সমন্বয় ও কর্মশালার ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে আলোচনা করবে। সেইসঙ্গে, আশা করছি প্রকল্প কার্যক্রমগুলো উৎপাদন, মূল্য সংযোজন, কৃষি উৎপাদনের বাজার লেনদেন, মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা এবং কৃষকদের ক্ষমতার উন্নয়নে অবদান রাখবে এবং গবেষণা, সম্প্রসারণ ও যোগাযোগ কার্যক্রম শক্তিশালী করবে। এই উদ্দেশ্য অর্জনে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে যথাযথ পরিকল্পনা করা আবশ্যক। এনএটিপি ২ প্রোজেক্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা এনএটিপি ফেজ-১ সফলভাবে বাস্তবায়ন করেছি এবং এটি কৃষি মন্ত্রণালয়ের একটি প্রধান প্রোগ্রাম ছিল। তারই ধারাবাহিকতায় আমরা এবার এনএটিপি ২ প্রোজেক্ট নিয়ে কাজ করার পথে। এটি কৃষি মন্ত্রণালয়ের একটি বড় প্রোজেক্ট। এর তত্ত্বাবধায়নে যৌথভাবে কাজ করছে দুই মন্ত্রণালয়, চারটি কার্যনির্বাহী বিভাগ এবং একটি ম্যানেজমেন্ট বিভাগ। আমি আশা করছি এনএটিপির সঙ্গে যুক্ত সংস্থাগুলো প্রকল্পটি বাস্তবায়নে অতীতের অভিজ্ঞতা ব্যবহার করবে। ‘ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি-২)’ এর উদ্বোধন কর্মশালার অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (এমপি)। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহ, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ও ইউএসএআইডির বাংলাদেশ প্রতিনিধি জনাজিন জেরুজেলস্কি, বিশ্বব্যাংকের প্রতিনিধি ও এনএটিপি ২ এর টাস্ক টিম লিডার মনিভেল সেন প্রমুখ।
×