ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুত সংযোগে উৎকোচ ॥ প্রতিকার দাবি

প্রকাশিত: ০৪:০৩, ২৪ মে ২০১৭

বিদ্যুত সংযোগে উৎকোচ ॥ প্রতিকার দাবি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ মে ॥ করিমগঞ্জ উপজেলার কুমুরিয়া গ্রামে বিদ্যুতের খুঁটি ও মিটার বসাতে ঘুষ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে অভিযোগকারীরা জেলা শহরে এসে সমবায় ভবনে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে প্রতিকার চেয়েছেন। লিখিত অভিযোগে বলা হয়, উপজেলার নোয়াবাদ ইউনিয়নের কুমুরিয়া গ্রামে বিদ্যুতের খুঁটি বসাতে ঠিকাদার ও কতিপয় প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। যারা টাকা দিতে অস্বীকার করছেন তাদের বিদ্যুত দেয়া হবে না বলে জানানো হচ্ছে। তাছাড়া পরবর্তীতে মিটার প্রতি গ্রাহকের কাছ থেকে ১০ হাজার টাকা করে দাবি করা হচ্ছে। এ নিয়ে পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ করলে সম্প্রতি এলাকায় একটি তদন্ত দল পাঠানো হয়। তদন্তদল অভিযোগকারীর বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজ ও স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে নেয় বলে অভিযোগ করা হয়। জঙ্গীবাদ প্রতিরোধে চাই সাহসী উচ্চারণ ॥ চবি উপাচার্য স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অন্ধকারের শক্তিকে নিধন করে সমাজে সত্য, সুন্দর, কল্যাণ প্রতিষ্ঠায় কবিতার সাহসী ও শুদ্ধ উচ্চারণ বড়ই প্রয়োজন। বৈশ্বিক সমস্যা জঙ্গীবাদ প্রতিরোধে চাই সাহসী উচ্চারণ। কবিতা এবং আবৃত্তি শিল্পের প্রকৃত নির্যাস ধারণ করে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ সমাজকে ব্রতী হতে হবে। মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ আয়োজিত অষ্টম আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি আবৃত্তি মঞ্চের উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাছুম আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংবর্ধিত হন নন্দিত কবি হেলাল হাফিজ। উৎসবের এবারের প্রতিপাদ্য বিষয় ‘জঙ্গীবাদের পিঠে কবিতার চাবুক’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি মঞ্চের আহ্বায়ক ও সভাপতি রিয়াজুল কবির। উপস্থিত ছিলেনÑ কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের উপদেষ্টা রণজিৎ রক্ষিত, আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামসহ আবৃত্তি শিল্পীবৃন্দ। মাহিদুল ইসলামের পরিবেশনাসহ আমন্ত্রিত কবিদের মধ্যে কবিতা পাঠ করেনÑ কবি ইফতেখার চৌধুরী (উপাচার্য), মহীবুল আজিজ, হোসাইন কবির ও ইউসুফ মুহাম্মদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন আবৃত্তি মঞ্চের সদস্য কণা, হাসান, জিসা ও শশী। তিন মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ মে ॥ বাজিতপুরে মাদকদ্রব্যসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কৈলাগ বন্দেরবাড়ি ও মধ্য ভাগলপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রেতা আক্কেল আলীকে ৬২ ইয়াবা, হান্নান মিয়া ও মনিরুজ্জামানকে ১০৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
×