ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৩:৩৩, ২৪ মে ২০১৭

বিসিএস কর্নার

(পূর্ব প্রকাশের পর) ৬১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? হ ২১ জুন ১৯৪১ হ ১ মার্চ ১৯১৯ হ ১৭ মার্চ ১৯২০ হ ১৪ আগস্ট ১৯৪৭ সঠিক উত্তর : ১৭ মার্চ ১৯২০ ৬২. সংসদে কাস্টিং ভোট কাকে বলা হয়? হ প্রধানমন্ত্রীর ভোট হ প্রেসিডেন্ট এর ভোট হ স্পীকার এর ভোট হ চীফ হুইফের ভোট সঠিক উত্তর: স্পীকার এর ভোট ৬৩. কেওক্রাডংয়ের উচ্চতা প্রায় হ ১০১০ মিটার হ ১২৩০ মিটার হ ১৫৩০ মিটার হ ৮৯৩ মিটার সঠিক উত্তর: ১২৩০ মিটার ৬৪. দেশে কপিরাইট আইন কবে থেকে চালু হয়? হ ১৯৬০ হ ১৯৬২ হ ১৯৭২ হ ১৯৭৫ সঠিক উত্তর: ১৯৬২ ৬৫. বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? হ ১৬ বছর হ ১৮ বছর হ ২০ বছর হ ২১ বছর সঠিক উত্তর: ১৮ বছর ৬৬. বাংলাদেশে রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? হ কাজী খসরু“ হ কামরুল হাসান হ স্বপন কুমার হ এ এন এ সাহা সঠিক উত্তর: এ এন এ সাহা ৬৭. বাংলাদেশের সিভিল সার্ভিসের (ইঈঝ) ক্যাডার ক’টি? হ ২৮ টি হ ২২ টি হ ২১ টি হ ৫ টি সঠিক উত্তর: ২৮ টি ৬৮. উপজাতি সাঁওতাল বিদ্রোহ এর সময়কাল হ ১৮৫৬-৫৭ হ ১৮৫৫-৫৬ হ ১৮৬১-৬২ হ ১৮৬০-৬২ সঠিক উত্তর: ১৮৫৫-৫৬ ৬৯. বাংলাদেশের জলবায়ুর নাম- হ নাতিশীতোষ্ণ হ মৌসুমি হ শীতপ্রধান হ উষ্ম সঠিক উত্তর: মৌসুমি ৭০. বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী? হ বৈষ্ণব ধর্ম হ হিন্দু ধর্ম হ বৌদ্ধ ধর্ম হ খ্রীষ্ট ধর্ম সঠিক উত্তর: হিন্দু ধর্ম ৭১. সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা কোনটি? হ সুরা ফাতেহা হ সুরা ইখলাস হ সুরা তওবা হ সুরা নাছ সঠিক উত্তর: সুরা ফাতেহা ৭২. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন? হ হামিদুর রহমান হ ফজলুর রহমান খান হ নভেরা আহমেদ হ জুলফিকার আলী খান সঠিক উত্তর: ফজলুর রহমান খান
×