ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সৌদিতে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত

প্রকাশিত: ০৫:১০, ২১ মে ২০১৭

সৌদিতে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনী বিদ্রোহীদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। শুক্রবার রাতে রিয়াদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করা হয়। সুন্নী অধ্যুষিত সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের প্রাক্কালে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানায়, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ইউনিট ‘হুতি বিদ্রোহীদের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে।’ বিবৃতিতে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রটি রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের একটি জনবিরল এলাকায় পড়েছে। খবর এএফপির। ট্রাম্প সৌদি, উপসাগরীয় ও মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার সৌদি আরব যান। যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটকে অস্ত্র, গোয়েন্দা তথ্য ও আকাশ পথে অভিযান চালানোর জন্য জ্বালানি সরবরাহের মাধ্যমে সহায়তা করে থাকে। দুই বছর আগে সৌদি আরবের বিরুদ্ধে হুতি বিদ্রোহী ও তাদের মিত্রদের হামলা শুরুর পর থেকে এটাই এ যাবতকালের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১৩ জঙ্গী নিহত আফগানিস্তানে কয়েকটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর নতুন অভিযানে অন্তত ১১৩ জঙ্গী নিহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা জানায়, আফগান জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘণ্টায় আলাদাভাবে কয়েকটি প্রদেশে জঙ্গী নির্মূল অভিযান চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এ অভিযানের সময় জঙ্গীদের অস্ত্রও দখল করেছে এবং রাস্তার ধারে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করেছে। গত দু’বছরে আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী চলে যাওয়ার পর থেকে দেশটিতে তালেবান জঙ্গীদের বাড়তে থাকা হামলা ঠেকাতে আফগান নিরাপত্তা বাহিনী আপ্রাণ লড়াই করে যাচ্ছে।-ডেইলি টাইমস
×