ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতির প্রধান কারণ প্রাতিষ্ঠানিক দুর্বলতা ॥ দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ০৭:৪৯, ১৫ মে ২০১৭

দুর্নীতির প্রধান কারণ প্রাতিষ্ঠানিক দুর্বলতা ॥ দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসা অভিযোগের প্রায় ৯০ থেকে ৯৫ ভাগই কমিশন আইনের তফসিল বহির্ভূত বা প্রয়োজনীয় তথ্য-উপাত্তবিহীন বলে দাবি করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রবিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ‘দুর্নীতি ও অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য না থাকলে ধারণার ওপর ভিত্তি করে কোন ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে না কমিশন। কারণ প্রতিটি অভিযোগ কমিশনকে আদালতে প্রমাণ করতে হবে। তাই দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের করা অনুসন্ধানী প্রতিবেদন খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে প্রতিবেদন হতে হবে বস্তনিষ্ঠ, নির্মোহ এবং তথ্যবহুল। সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত কিংবা প্রচার বা প্রকাশ করা ঝুঁকিপূর্ণ এ কথা সত্য। তবে আমাদের সকলকে মনে রাখতে হবে, তৃতীয় বিশে^র প্রতিটি মানুষের জীবনের সকল স্তরই ঝুঁকিপূর্ণ। বিশ^ায়ন এবং তথ্যপ্রযুক্তির কল্যাণে রাষ্ট্রসহ সমাজের প্রতিটি বিষয়ই উন্মুক্ত হয়ে পড়েছে। কোন কিছুই গোপন করার সুযোগ নেই। দুদক চেয়ারম্যান বলেন, সুশাসন শুধু সরকারের বিষয় নয়, গণমাধ্যমসহ সমাজের প্রতিটি প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। আর প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত উন্নয়ন ব্যতিরেকে সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। দুদক চেয়ারম্যান বলেন, সমাজের চালিকাশক্তি হচ্ছে সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ। দুর্নীতির প্রধান কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা। উদাহরণ দিয়ে বলেন, ২০১৬ সালের এপ্রিল মাসেই হাওড়ের ছোট্ট একটি সংবাদের ভিত্তিতে পানিসম্পদ মন্ত্রণালয়ে আমরা প্রতিবেদন চেয়েছিলাম। সেই প্রতিবেদন পেতে আমাদের দশ মাস সময় লেগেছে। এক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতি কাজ করেনি। পর্যবেক্ষণ ব্যবস্থা এমনভাবে করা উচিত যাতে সময়াবদ্ধ সময়ে কাজ না করলে শাস্তি নিশ্চিত করা যায়। সভাপতির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদ বলেন, আজকের এই সেমিনার প্রেস কাউন্সিলের ইতিহাসে প্রথম সেমিনার। সাংবাদিকদের নিরাপত্তাসহ যে সকল কল্যাণমূলক কাজ প্রেস কাউন্সিল করতে পারে তা বাস্তবায়ন করার চেষ্টা করবে কাউন্সিল। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক এবং বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল। সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
×