ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১২ নার্স পেলেন মাহবুব-উজ-জামান এ্যাওয়ার্ড ’১৭

প্রকাশিত: ০৪:২৫, ১৪ মে ২০১৭

১২ নার্স পেলেন মাহবুব-উজ-জামান এ্যাওয়ার্ড ’১৭

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিভিন্ন হাসপাতালে কর্মরত ১২ নার্সকে ‘মাহবুব-উজ-জামান এওয়ার্ড ২০১৭’ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বারডেম মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মেজর জেনারেল (অব) অধ্যাপক এ আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমিতির সহ-সভাপতি ব্যারিস্টার রফিক-উল হক। যারা এই এ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন যমুনা ম-ল, রিক্তা গাইন, নাসিমা বেগম, মোহাম্মদ নাসরিন পারভিন, ফজিলা খানম, সালেহা বেগম, মাহমুদা বেগম শিরিন , শাহজাদি লস্কর, সমাপ্তি ম-ল, আল্পনা আক্তার, ফাহিমা খাতুন ও আসমা আক্তার লাভলী। বারডেম, এন এইচ এন, বিআইএইচএস, ইব্রাহিম কার্ডিয়াকসহ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিভিন্ন হাসপাতালে কর্মরত নার্সদের মধ্য থেকে নির্বাচিত ১২ নার্সকে এই পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, এ্যাওয়ার্ড প্রবর্তক ও সমিতির ন্যাশনাল কাউন্সিলর সদস্য মাহবুব-উজ-জামান ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার। মরুর জাহাজ উটকে মরুর জাহাজ বলা হয়। সম্প্রতি মিসরের সিনাই উপত্যকার দাহাব শহরে এক ভ্রমণপিপাসু উটের পিঠে চড়ে বিভিন্ন স্থান ঘুরে দেখেন। -এএফপি অঝোরে কান্না ইরাকের মসুল শহরে আইএসের সঙ্গে সরকারী বাহিনীর যুদ্ধে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে চলে যাচ্ছে এই দুই শিশু। বাড়ি ছাড়ার সময় তারা অঝোরে কাঁদছে। -এএফপি
×