ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস বেড়ে দ্বিগুণ

প্রকাশিত: ০৫:০০, ৯ মে ২০১৭

মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস বেড়ে দ্বিগুণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথম প্রান্তিকে পুুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি আয় প্রায় দ্বিগুণ বেড়েছে। সোমবার বিকেলে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা ব্যাংকটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০১৭) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। আগের বছরে প্রথম প্রান্তিকে যা ছিল ০.৫৯ টাকা। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১.৫৭ টাকা। আগের বছর যা ছিল ২১.৮৪ টাকা। শেয়ারপ্রতি কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫.৮৪ টাকা। আগের বছরে একই সময়ে যা ছিল ৩.৭১ টাকা। সংশোধনী ॥ গত রবিবারে প্রথম প্রান্তিকের প্রতিবেদন মিউচুয়াল ট্রাস্টের প্রতিবেদনের শিরোনামে ভুলক্রমে মিউচুয়াল ট্রাস্টের পরিবর্তে মার্কেন্টাইল ব্যাংকের নাম ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে রবিবার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
×