ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসায় ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

প্রকাশিত: ০৮:০৮, ৫ মে ২০১৭

ভিকারুননিসায় ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও ক্লাসে অনুপস্থিতির ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এ প্রতিষ্ঠানটির নতুন গবর্নিং বডির প্রথম সভায় উক্ত ফি বৃদ্ধির বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন ঘোষণা অনুসারে পরীক্ষার ফি আগের মতো ৫০০ টাকা এবং ক্লাসে অনুপস্থিতির ফি ৩০ টাকাই থাকবে। আগের কমিটি সম্প্রতি পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে ১০০০ টাকা এবং অনুপস্থিতির ফি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল। এতে আপত্তি তুলে আন্দোলন করছিলেন অভিভাবকরা। নতুন সভাপতি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১২ নম্বর ওয়ার্ড কমিশনার গোলাম আশরাফ তালুকদার বৈঠকের বিষয়ে জানিয়েছেন, আমরা প্রথম সভা করেছি। একজন সদস্য ছাড়া সকলে উপস্থিত ছিলেন। তিনি প্রতিষ্ঠান পরিচালনায় সকল শিক্ষক ও অভিভাবকের সহায়তা কামনা করেন। অধ্যক্ষ জানিয়েছেন, ফি বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। সভ্য়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ সুফিয়া খাতুন, সদস্য আতাউর রহমান, মারুফ আহমেদ মুনসুর, ডা. মজিবুর রহমান হাওলাদার, খুরশিদ জাহান, মাহবুবুর রহমান, মুশতারি সুলতানা ও ফারহানা খাতুন প্রমুখ।
×