ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ব্রিটেনের নির্বাচন প্রভাবিত করতে চাচ্ছে ইইউ ॥ টেরেসা মে

প্রকাশিত: ০৩:৩৫, ৫ মে ২০১৭

ব্রিটেনের নির্বাচন প্রভাবিত করতে চাচ্ছে ইইউ ॥ টেরেসা মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে অভিযোগ করে বলেন, ইউরোপীয় রাজনীতিকরা ব্রিটেনকে ক্রমাগত হুমকি-ধমকি দিচ্ছেন। তারা দেশের সাধারণ নির্বাচন প্রভাবিত করতে চেষ্টা করছেন। বাকিংহাম প্রাসাদে রানীর সঙ্গে বৈঠকের পর ডাউনিং স্ট্রিটের বাইরে এক বক্তৃতায় ইউরোপীয় নেতাদের ‘ব্রাসেলসের আমলা’ আখ্যায়িত করে তাদের তীব্র সমালোচনা করেন টেরেসা মে। তিনি দাবি করেন, ইউরোপীয় নেতৃত্বের অনেকে ব্রেক্সিট আলোচনা অকার্যকর করতে চাচ্ছেন। খবর বিবিসি অনলাইনের। তবে লেবার পার্টির প্রধান জেরোমি করবিন বলেন, সাধারণ নির্বাচনে জিততে টেরেসা ব্রেক্সিট নিয়ে রাজনৈতিক খেলা খেলছেন। এদিকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার পরিবেশ নষ্ট করলে তা হবে দায়িত্বজ্ঞানহীন কাজ। পরিবেশবান্ধব ক্রিস্টি ক্লার্ক কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস্টি ক্লার্ক বলেছেন, তিনি পাথুরে কয়লা (থার্মাল কোল) রফতানি বন্ধ করতে এর ওপর উচ্চহারে ( টনপ্রতি ৭০ ডলার) শুল্ক আরোপ করবেন। তিনি চান ফেডারেল সরকার যেন গ্রীন পাথুরে কয়লা রফতানি নিষিদ্ধ করে। সেটি করা সম্ভব না হলে তার রাজ্য সরকার এর ওপর উচ্চহারে কর আরোপ করবে। তার ইচ্ছা গ্রীন হাউস নিঃসরণ মোকাবেলায় ব্রিটিশ কলাম্বিয়া একটি দৃষ্টান্ত স্থাপন করুক। -গ্লোব এ্যান্ড মেইল ওবামাকেয়ার এ্যাক্ট বাতিলে কংগ্রেসে শেষ উদ্যোগ বারাক ওবামার স্বাক্ষরিত স্বাস্থ্য সংস্কার বিলটি রদ করার জন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইন সভা কংগ্রেসে তৃতীয়বারের মতো ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা। ট্রাম্পকে এ ব্যাপারে আইনগত বিজয় এনে দিতে চাপের অধীন রিপাবলিকান সদস্যরা এক নাটকীয় পদক্ষেপ নিতে পারেন। -এএফপি
×