ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামীসহ আটক ৩

প্রকাশিত: ০৭:৪১, ৪ মে ২০১৭

নারায়ণগঞ্জে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামীসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে রতœা আক্তার (১৬) নামের এক নববধূ গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বন্দর উপজেলার একরামপুর মজিবর মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে ওই নবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর সেলিম মিয়া (৪৫) সৎ শাশুড়ি রেবেকা বেগম (৩৩) ও স্বামী ইসমাইল হোসেন পিন্টু (২১)কে আটক করেছে। নিহত নববধূ রতœা আক্তার নগরীর দেওভোগ পানির ট্যাঙ্কি এলাকার সবুজ মিয়ার মেয়ে। নিহত নববধূ রতœা আক্তারের মা নুরুন নাহার বেগম জানান, ৩ মাস ১০ দিন পূর্বে তার মেয়ে রতœা আক্তারের সঙ্গে বন্দর উপজেলার একরামপুরের মজিবর মিয়ার ভাড়াটিয়া ইসমাইল হোসেন পিন্টুর সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের পর থেকে ইসমাইল হোসেন পিন্টু ও তার বাবা-মা প্রায় সময় রতœার কাছে যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে প্রায়ই রতœার সঙ্গে স্বামী ইসমাইল হোসেন পিন্টু, শ্বশুর-শাশুড়ি ও তাদের বড় ছেলের সঙ্গে ঝগড়া বিবাদ হতো। এর জের ধরে বুধবার আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করার জন্য সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে রতœাকে ঝুলিয়ে রাখে। বন্দর থানার ওসি আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে নববধূ রতœা আত্মহত্যা করেছে। তবে হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করার জন্য গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
×