ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলকাতায় ‘আমি রফিক বলছি’ নাটকের তিন প্রদর্শনী

প্রকাশিত: ০৩:৩৭, ৪ মে ২০১৭

কলকাতায় ‘আমি রফিক বলছি’ নাটকের তিন প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ভারতের পশ্চিম বঙ্গের কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের আমন্ত্রণে ‘আমি রফিক বলছি’ নাটকের দুটি মঞ্চায়ন করেছে ঢাকা প্রসেনিয়াম থিয়েটার। আজ কলকাতায় নাটকটির তৃতীয় মত মঞ্চায়ন হতে যাচ্ছে। ‘আমি রফিক বলছি’ নাটকটি ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের প্রথম প্রযোজনা। এর আগে ঢাকা ও মানিকগঞ্জসহ নাটকের ৮টি মঞ্চায়ন করে দলটি। নাটকের আরও তিনটি মঞ্চায়ন করতে প্রযোজনার পুরো টিম এখন ভারতে অবস্থান করছে। এর মধ্যে নবম মঞ্চায়ন ২ মে, দশম মঞ্চায়ন ৩ মে এবং আজ ৪ মে কলকাতায় নাটকটির ১১তম মঞ্চায়ন হতে যাচ্ছে । এ জন্য গত রবিবার থিয়েটারের পুরো দল কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশের বাইরে নাটকটির প্রদর্শনী হচ্ছে। নাটকটির প্রযোজক এবং ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের সাধারণ সম্পাদক লায়ন ভূঁইয়া মুহাম্মদ রাশেদ এ প্রসঙ্গে বলেন, কলকাতার কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের উদ্যোগে নাটকের তিনটি মঞ্চায়ন হচ্ছে। প্রথমদিন ২ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নাজমুন নাট্য নিকেতনে ‘আমি রফিক বলছি’ নাটকের নবম মঞ্চায়ন হয়। এরপর তিন মে একটি এবং আজ ৪ মে নাটকটির আরও একটি মঞ্চায়ন হবে বলে জানান তিনি। ২০১৬ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হওয়া নাট্য সংগঠনটি এর মধ্যে অনেক প্রশংসা কুড়িয়েছে। কলকাতার নাট্যকার মানিক রায় চৌধুরী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যকার, নির্দেশক ও অভিনেতা গাজী ফারুক। প্রযোজনাটিতে একক অভিনয় করেন মঞ্চদাস খ্যাত অভিনেতা রফিক নটবর। নাটকে নেপথ্যে কাজ করেছেন আলোক পরিকল্পনায় সুজন মাহবুব, সঙ্গীতায়োজনে আকাশ মল্লিক এবং এ এইচ জীবন, মঞ্চসজ্জা এহসান মাসুম। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে একাত্তরে আমাদের মুক্তির স্বপ্ন এবং বর্তমান বাস্তবতার আখ্যান। নাটকে একজন শহীদ মুক্তিযোদ্ধার বয়ান তুলে ধরা হয়। নাটকে দেখা যায় একজন মুক্তিযোদ্ধা যিনি কবরে গিয়েও শান্তি পান না। একসময় তিনি কবর থেকে উঠে এসে জীবিত মানুষদের কাছে আর্তি জানান, স্বপ্ন নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছেন তার বাস্তবায়ন ৪৫ বছরেও হয়নি। এ জন্য তিনি দেশের সব মানুষকে দেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান। প্রসঙ্গত, গত বছরের ১৪ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। পরদিন দ্বিতীয় এবং কেরানীগঞ্জের আটি বাজারের বিজয়মেলায় তৃতীয় এবং ২৫ ডিসেম্বর ঢাকার বাইরে মানিকগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত বিজয় মেলার নবম দিন নাটকটির চতুর্থ মঞ্চায়ন হয়। এরপর ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির আরও চারটি মঞ্চায়ন হয়েছে। এবার কলকাতার দর্শকদের জয় করার পালা।
×