ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৭:০২, ২২ এপ্রিল ২০১৭

অ ন্য র ক ম

খাবার পৌঁছে দিচ্ছে রোবট যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর একটি কোম্পানি শহরের বেশ কয়েকটি জায়গায় রোবটের মাধ্যমে খাবার ডেলিভারি করা শুরু করেছে। সেন্সর, ক্যামেরা, জিপিএস নেভিগেশন আর আল্ট্রাসনিক প্রযুক্তি ব্যবহার করে এসব রোবট গ্রাহকদের ঠিকানায় খাবার পৌঁছে দিয়ে আসে। রোবটগুলো একাই চলাচল করলেও অনাকাক্সিক্ষত কিছু যাতে ঘটে না যায়, সেজন্য তাদের কার্যক্রম তদারকি করে একজন রক্ত-মাংসের মানুষ। রোবটের মাধ্যমে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মার্বল খাবার পৌঁছে দিচ্ছে একেবারে বাড়ির দরজায়। -বিবিসি দেরি করালে জরিমানা আকাশে ওড়ার আগে ‘অভদ্র আচরণ’-এর জন্য বড় অঙ্কের জরিমানা চালু করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। কোন যাত্রী উড়ান দেরি করালে তিনি কতক্ষণ দেরি করালেন তার ভিত্তিতেই জরিমানা আদায় করা হবে ওই যাত্রীর কাছ থেকে। এক ঘণ্টার জন্য বিলম্ব হলে জরিমানার পরিমান পাঁচ লাখ টাকা। এক ঘণ্টা পেরিয়ে গেলে হবে দ্বিগুণ অর্থাৎ ১০ লাখ টাকা। আর দুই ঘণ্টা টপকে গেলে দিতে হবে পুরো ১৫ লাখ টাকা। সম্প্রতি একাধিকবার উড়ান দেরি করানোর ঘটনা সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেনকে দেখা গেছে তার মায়ের আসন নিয়ে বিমানকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে উড়ান দেরি করাতে। ওয়াইএসআর কংগ্রেসের মিঠুন রেড্ডিকেও বিবাদে জড়াতে দেখা যায়। আর সবকিছু ছাপিয়ে গেছেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। বিমানে অল ইকোনমি ক্লাসের টিকেট কেটে তিনি চাপতে চেয়েছিলেন বিজনেস ক্লাসে। কিন্তু এ জঘন্য অভদ্রতার জন্য গায়কোয়াড়কে বিমানে নিষিদ্ধ করা হলেও শেষে রাজনৈতিক মহলের চাপে পড়ে নিষেধাজ্ঞা তুলে নিতেও বাধ্য হয় সরকারী বিমান পরিবহন সংস্থাটি। -ইন্ডিয়ান এক্সপ্রেস শপিংমলে শুধু সৌদি নাগরিক সৌদি আরবের শপিংমলগুলোতে এখন থেকে কেবল সৌদি নাগরিকরাই চাকরি করতে পারবে। বুধবার দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবালখাইল টুইটারে বলেন, শ্রম ও সামাজিক উন্নয়নমন্ত্রী আলি আল গোফাইস শপিং সেন্টারগুলোতে শুধু সৌদি নারী ও পুরুষের কাজ করার নির্দেশনা দিয়েছেন। খবর এএফপির
×