ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় যুুবককে লক্ষ্য করে গুলি ॥ আটক এক

প্রকাশিত: ০৬:০৩, ১৯ এপ্রিল ২০১৭

সাতক্ষীরায় যুুবককে লক্ষ্য করে গুলি ॥ আটক এক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আদালতের রায়ে পেয়ে জমিতে ঘর সংস্কার করতে গিয়ে সংখ্যালঘু পরিবারের সদস্য বন্দুকের নলের মুখে পড়েছে। গায়ের জোরে জমি জবরদখলে রাখার জন্য তাকে লক্ষ্য করে গুলি করা হলেও নিশানা ব্যর্থ হওয়ায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছেন আনন্দ কুমার। পরিবারের সদস্যদের এমন দাবি হলেও বন্দুকধারী যুবকের দাবি জমির দখল ঠেকাতে তিনি শূন্যে গুলি ছুড়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা হাসপাতালের পিছনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা মীর আলমগীর হোসেনকে বন্দুকসহ আটক করে পুলিশে দিলেও মঙ্গলবার দুপুরে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়েদুল হক যুবককে ছেড়ে দেয়ার বিষয়টি স্বীকার করে মঙ্গলবার বিকেলে বলেন, সংখ্যালঘু পরিবারের সদস্যরা অভিযোগ না দেয়ায় এবং দুই পক্ষ মীমাংসা করে নেয়ায় অস্ত্রটি জমা রেখে যুবককে ছেড়ে দেয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের রবিন কর্মকার জানান, নলতা মৌজায় নলতা হাসপাতালের পিছনে সাড়ে ছয় শতক জমি নিয়ে কাশিবাটি গ্রামের সারাকাত মীরের ছেলে আলমগীর মীর ও তার ভাই বিএনপি নেতা জাহাঙ্গীর মীরের সঙ্গে দীর্ঘদিন মামলা চলে আসছিল। ২০১৬ সালের আগস্ট মাসে রায় আনন্দদের পক্ষে গেলে রবিন ও আনন্দসহ ওই জমি তারা দখলে যান। আদালতের রায় পাওয়ার পর ওই জমিতে নির্মিত ঘর সংস্কারের জন্য উদ্যোগ নিলে মীর আলমগীর হোসেন ও তার ভাই মীর জাহাঙ্গীর সন্ত্রাসীদের নিয়ে কয়েক বার বাধা দেয় বলে অভিযোগ। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেয়ার কথা বললেও মীর আলমগীর পরে বিষয়টি এড়িয়ে যান। ১৫ দিনের মধ্যে মুক্তিযোদ্ধার তালিকা কুষ্টিয়ায় মোজাম্মেল হক নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৮ এপ্রিল ॥ সরকার মুক্তিযোদ্ধাদের যে তালিকা করছে তা আর ১৫ কার্যদিবসের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা করছে। মুক্তিযোদ্ধারের ভাতা ও অন্যান্য সুবিধা বাড়িয়েছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ দূরীকরণে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে উপজেলা অডিটরিয়ামে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য। তাদের জন্যই আমরা স্বাধীন দেশ পেয়েছি। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাছরিন, জেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম টুকু প্রমুখ।
×