ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নেটফ্লিক্সে বাংলাদেশের দুই চলচ্চিত্র

প্রকাশিত: ০৩:৫৮, ১৭ এপ্রিল ২০১৭

নেটফ্লিক্সে বাংলাদেশের দুই চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘টেলিভিশন’ ও ‘পিঁপড়াবিদ্যা’ প্রদর্শিত হতে যাচ্ছে অনলাইন স্ক্রিনিং পাটফর্ম নেটফ্লিক্সে। সারাবিশ্বে নির্মিত চলচ্চিত্র ও টেলিভিশন কন্টেন্ট প্রদর্শনের জন্য প্রথমবারের মতো অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে নির্বাচন করলো এই দুই চলচ্চিত্র। এ সম্পর্কে ফারুকী বলেন, শুধু প্রদর্শনই নয়, চলচ্চিত্র প্রযোজনাও করছে নেটফ্লিক্স। দুনিয়াজোড়া এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের মোঘল হয়ে উঠছে তারা। তাদের সর্বশেষ বিগ বাজেট প্রোডাকশন হচ্ছে মার্টিন স্করসেসি’র পরবর্তী চলচ্চিত্র এবং এবারের কান উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত বং জুন হো’র ‘ওকজা’! তো এই নেটফ্লিক্স ভারতের চলচ্চিত্র কিনছে বেশ কিছুদিন ধরে। ভারতে প্রযোজনাও করছে। আমি ভাবতাম, তারা বাংলাদেশের কনটেন্ট নিবে কবে। অবশেষে বলতে পারছি, নেটফ্লিক্স বাংলাদেশের দুইটা চলচ্চিত্র নিয়েছে। চলচ্চিত্র দুটি এই অধমের বানানো ‘টেলিভিশন’ এবং ‘পিঁপড়াবিদ্যা’। তিনি আরও বলেন, একমাস পরে ১৫ মে থেকে নেটফ্লিক্স চলচ্চিত্র দুটি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবে। চলচ্চিত্র দুটির আন্তর্জাতিক ভ্রমন ও সার্বিক সাফল্যের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান ফারুকী। তার অনুরোধ- যদিও বেশির ভাগ দর্শকই চলচ্চিত্র দুইটা দেখে ফেলেছেন, তবুও বলবো নেটফ্লিক্সে রিলিজ করার পর আরেকবার দেখেন। এই দেখার মাধ্যমে নেটফ্লিক্সের কাছে বার্তা পাঠান তারা যেন বাংলাদেশের আরও আরও কনটেন্ট নেয়। নির্মাতার বিশ্বাস, শুধু প্রদর্শনই নয়, বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনাও করবে নেটফ্লিক্স। উল্লেখ্য, ‘টেলিভিশন’ চলচ্চিত্রটির প্রিমিয়ার হয় ২০১২ সালে বুসান ফিল্ম ফেস্টিভালের সমাপনী চলচ্চিত্র হিসেবে। এরপর এশিয়া প্যাসিফিক স্ক্রীন এ্যাওয়ার্ডসহ বেশকিছু আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয় চলচ্চিত্রটি। বাংলাদেশে এটি মুক্তি পায় ২০১৩ সালে। এতে অভিনয় করেন তিশা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী প্রমূখ। অন্যদিকে ‘পিঁপড়াবিদ্যা’র প্রিমিয়ার হয় ২০১৩ সালে দুবাই ফিল্ম ফেস্টিভালের প্রতিযোগিতা বিভাগে। এরপর সিঙ্গাপুর, বুসান, কেরালা, এশিয়া পেসিফিক স্ক্রিন এ্যাওয়ার্ডসহ বিভিন্ন ফেস্টিভালে প্রদর্শিত হয়। বাংলাদেশে এটি মুক্তি পায় ২০১৪ সালে। এতে অভিনয় করেছেন নুর ইমরান মিঠু, শিনা চৌহান, মুকিত প্রমুখ।
×