ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ব্র্যাক অভিবাসন মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৬’ পুরস্কার পেলেন ১০ সাংবাদিক

প্রকাশিত: ০৪:১৫, ১৩ এপ্রিল ২০১৭

‘ব্র্যাক অভিবাসন মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৬’ পুরস্কার পেলেন ১০ সাংবাদিক

স্টাফ রিপোর্টার ॥ অভিবাসন বিষয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ ‘ব্র্যাক অভিবাসন মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৬’ পেয়েছেন ১০ সাংবাদিক। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এ বছর রেডিও, টেলিভিশন, জাতীয় পত্রিকা, অনলাইন ও স্থানীয় পত্রিকা এ পাঁচ ক্যাটাগরিতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় এ পুরস্কার দেয়া হয়েছে। এ বছর টেলিভিশনের অভিবাসনবিষয়ক অনুষ্ঠান ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার ডিরেক্টর (ডিবেট) হাসান আহমেদ চৌধুরী কিরণ। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেনÑ প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ডেইলি স্টারের বেলাল হোসেন বিল্পব, দ্বিতীয় হয়েছেন ঢাকা ট্রিবিউনের আদিল সাখাওয়াত ও তৃতীয় হয়েছেন দৈনিক সমকালের আবু জর আনসার উদ্দিন আহমেদ। টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মাছরাঙা টেলিভিশনের মাশরেক রাহাত, দ্বিতীয় হয়েছেন এটিএন নিউজের সাবিনা ইয়াসমিন ও তৃতীয় হয়েছেন বাংলা ভিশনের মিরাজ হোসেন গাজী। রেডিও ক্যাটাগরিতে প্রথম হয়েছেনÑ বাংলাদেশ বেতারের মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। অনলাইন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন, দৈনিক প্রথম আলোর মোঃ শরিফুল ইসলাম হাসান। আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে দৈনিক ইত্তেফাকের ময়মনসিংহ (ত্রিশাল) প্রতিনিধি ফারুক আহমেদ পুরস্কার পান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জাবেদ আহমেদ। চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেনÑ ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। আলোচনায় অংশ নিয়েছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম হেড হাসান ইমাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জাবেদ আহমেদ বলেন, ‘অভিবাসন নিয়ে গণমাধ্যমের রিপোর্ট থেকে অনেক সাড়া পাওয়া যায় এবং আমরা চাপের মধ্যে থাকি। আমরা গণমাধ্যমের আরও মনোযোগ চাই। ভাল-মন্দ মিলিয়ে এটা একটা ভাল সেক্টর। এটা ঠিক করতে সামগ্রিক পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, কাজ করার অনেক জায়গা আছে, তবে উন্নতি করতে সময় লাগবে। অনুষ্ঠানে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, অভিবাসন শ্রমিকদের কল্যাণে রিক্রুটিং এজেন্সি, দূতাবাস, মানবাধিকার সংগঠন, নারী সংগঠন, সবার যৌথ ভূমিকা নিতে হবে।
×