ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ০৫:৩৯, ১২ এপ্রিল ২০১৭

কেরানীগঞ্জে যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১১ এপ্রিল ॥ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ হোসেন গাজীকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান। স্থানীয়রা জানান, ছুরিকাহত অবস্থায় যুবলীগ নেতা গাজী রাত ৩টার দিকে দৌড়ে এসে আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশির বাড়ির গেটে পড়ে যান। তার কিছুটা দূরেই গাজীর নিজের বাড়ি। এ সময় তার ডাক শুনে বাড়ির দারোয়ান ও প্রতিবেশীরা এসে ধরাধরি করে একটি ভ্যানগাড়িতে চড়িয়ে প্রথমে মিটফোর্ড হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গাজীর নাভির নিচে ও বাঁ পাশে দুটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কোথায় তার ওপর হামলা করা হয়েছে সেটা জানা যায়নি। যেখানে গাজী পড়ে ছিল সেখান থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি, গাজী গাঁজার নেশায় আসক্ত ছিলেন। নেশা করে রাত-বিরাতে হাঁটাহাঁটি করতেন। জানা যায়, নাহিদ হোসেন গাজী যুবলীগের রাজনীতির পাশাপাশি রিক্সা গ্যারেজের ব্যবসা করতেন। তার বাবার নাম হাজি মতিউর রহমান। আগানগর ইউনিয়নে তার বাড়ি। তিনি এক মেয়ে ও এক সন্তানের জনক।
×