ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাকির হোসেন ফের শিক্ষামন্ত্রীর এপিএস

প্রকাশিত: ০৪:১৬, ১১ এপ্রিল ২০১৭

জাকির হোসেন ফের শিক্ষামন্ত্রীর এপিএস

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন মোঃ জাকির হোসেন। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাকিরকে এপিএস নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, নুরুল ইসলাম নাহিদ যতদিন শিক্ষামন্ত্রী থাকবেন বা জাকির হোসেন এ পদে থাকতে চাইবেন ততদিন পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে। জাকির হোসেন ২০১৫ সালের ৬ আগস্ট প্রেষণে শিক্ষামন্ত্রীর এপিএস নিয়োগ পান। প্রেষণের মেয়াদ শেষ হওয়ায় গত ২ এপ্রিল তাকে এপিএস পদ থেকে অব্যাহতি দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তিনি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদে যোগ দেন। এরপর নতুন করে প্রেষণে আবার মন্ত্রীর এপিএস নিয়োগ পেলেন জাকির হোসেন। জাকির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে আমার চাকরি স্থায়ী হওয়ায় বিধি অনুযায়ী আমাকে মূল পদে যোগ দিতে হয়।
×