ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গাজী গ্রুপে মুমিনুল, বুধবার শুরু প্রিমিয়ার ক্রিকেট লীগ

প্রাইম ব্যাংককে শিরোপা জেতাতে চান সৌম্য

প্রকাশিত: ০৪:১৩, ১১ এপ্রিল ২০১৭

প্রাইম ব্যাংককে শিরোপা জেতাতে চান সৌম্য

স্পোর্টস রিপোর্টার ॥ আগামীকাল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। প্রথম দিন মাঠে নামবে গত বছরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ফতুল্লায় তাদের প্রতিপক্ষ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। এছাড়া বিকেএসপি-৩ মাঠে রানার্সআপ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপি-৪ মাঠে মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্স ইউনিয়ন। দেশের সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ এ ঘরোয়া ক্রিকেট আসরে ইতোমধ্যেই দলগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে। তবে জাতীয় দলের সঙ্গে দেশের বাইরে থাকার কারণে বেশ কয়েকজন আগেই দলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারেননি। সোমবার সেটা করলেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার ও টেস্ট দলের অপরিহার্য ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ। সৌম্য যোগ দিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। আর মুমিনুলকে আনুষ্ঠানিকভাবে পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গত মৌসুমে শিরোপার ধারে কাছেও যেতে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবার দলটিকে শিরোপা জেতাতে চান তিনি। আর মুমিনুলের ইচ্ছা নিজের সেরাটা উপহার দিয়ে দলকে এক নম্বরে রাখা। গত আসরে সৌম্য খেলেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। কিন্তু একেবারেই বাজে নৈপুণ্য দেখিয়েছিলেন। এবার তিনি দল বদলে ফেললেন। যোগ দিলেন প্রাইম ব্যাংকে। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর তিনি বলেন, ‘সর্বপ্রথম প্রাইম ব্যাংক দলকে ধন্যবাদ আমাকে নির্বাচন করেছে সেজন্য। আমিও প্রাইম বাংকে খেলতে পারব এটা আমার অনেক আনন্দের বিষয়। কারণ দলটিকে আমি অনেক পছন্দ করি। এ দলে খেলতেও আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। তাদের ম্যানেজমেন্টসহ সবকিছুই ভাল লাগে। আর যেহেতু আমি খুলনা বিভাগের হয়ে খেলে খেলি এবং প্রাইম ব্যাংকও সাউথ জোন হিসেবেই আছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এ বছরটা ভাল যাবে।’ এবার সৌম্যের সঙ্গে একই দলে খেলবেন জাতীয় দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান ও পেসার রুবেল হোসেন। এছাড়া আরেক পেসার মোঃ আলআমিন হোসেন ও তরুণ উদীয়মান অলরাউন্ডার আল আমিন আছেন। এ কারণে এবার দারুণ কিছুর প্রত্যাশা করছেন সৌম্য। তিনি বলেন, ‘আশা করব যে দলটা হয়েছে এবার আমরা অনেক ভাল করতে পারব। সবাই আমাদের সমর্থন করবেন যেন আমরা শিরোপাটা আমাদের ঘরে এ বছর আনতে পারি।’ সাম্প্রতিক সময়ে অবশ্য ব্যাট হাতে নিজেকে ভালভাবেই ফিরে পেয়েছেন সৌম্য। জাতীয় দলের জার্সিতে নিয়মিত রান করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা এবার লীগেও ধরে রাখতে চান এ মারকুটে বাঁহাতি ওপেনার। গত মৌসুমে মুমিনুল খেলেছিলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। এবার তিনি দল বদলে যোগ দিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। ইতোমধ্যেই টেস্ট স্পেশালিস্ট হিসেবে তকমা পেয়ে গেলেও এ টপঅর্ডার ব্যাটসম্যান গত মৌসুমে ৫০ ওভারের প্রিমিয়ার লীগে দারুণ ফর্মে ছিলেন। ১৬ ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরিসহ ৪১.৯৩ গড়ে ৬৭১ রান করেছিলেন। দল নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে মুমিনুল বলেন, ‘আপাতত দলকে এক নম্বরে রাখাটাই ভাবনা। তারপর আল্লাহ যা করবেন সেটা হবে। মাঠের খেলাটা খেলতে পারলে ভাল কিছু হবে। বোলিং, ব্যাটিং এ দুই বিভাগেই এবার বেশ ব্যালেন্সড দল গড়েছি আমরা। আমাকে তারা নিয়েছেন চেষ্টা করব তাদের প্রত্যাশার চাইতেও বেশি কিছু দেয়ার। তবে মাঠের ফলাফলটাই আসল।’ বুধবার শুরু হতে যাওয়া প্রিমিয়ার লীগের চলতি আসরের সব ম্যাচই হবে বিকেএসপির দুটি ভেন্যু ও ফতুল্লায়। কারণ ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেলেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। এবার প্রাথমিক রাউন্ডের ম্যাচগুলোয় প্রতি দলে তিনজন পুলের খেলোয়াড়ের পাশাপাশি একজন করে বিদেশী ক্রিকেটার খেলাতে পারবে ক্লাবগুলো। তবে সুপার লীগে দু’জন বিদেশী খেলানোর সুযোগ পাবে ক্লাবগুলো। প্রথম দিনই মাঠে নামছে চ্যাম্পিয়ন আবাহনী, রানার্সআপ প্রাইম দোলেশ্বর। আর প্রথম দিনেই হাইভোল্টেজ ম্যাচ হবে রূপগঞ্জ-ব্রাদার্স লড়াইয়ে।
×