ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাবিতে সাংবাদিক পেটানোর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:০২, ১০ এপ্রিল ২০১৭

শাবিতে সাংবাদিক পেটানোর প্রতিবাদে মানববন্ধন

শাবি সংবাদদাতা ॥ এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সত্যতা জানতে গিয়ে ছাত্রলীগ কর্মীর মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রেসক্লাবের দুই সাংবাদিক নেতা। আহত ডেইলি অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস ও দৈনিক সকালের খবরের বিশ^বিদ্যালয় প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপুকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফোডকোর্টের সামনে এ ঘটনা ঘটে। আহত সরদার আব্বাস বিশ^বিদ্যালয়ের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সৈয়দ নবীউল আলম দীপু প্রেসক্লাবের সহ-সভাপতি। জানা যায়, শনিবার বিকেলে পাঠানটুলা দ্বিপক্ষীয় উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্ন করা এক ছাত্রীর তার ভাইকে নিয়ে শাবি ক্যাম্পাসে বেড়াতে আসেন। এ সময় তার পিছু নিয়ে শহীদ মিনার পর্যন্ত আসে ছাত্রলীগের কয়েক কর্মী। ওই ছাত্রী জানায়, আমি তাদের ‘এ রকম কেন করতেছেন’ প্রশ্ন করলে এদের একজন আমাকে চড় মারে। এছাড়া ক্যাম্পাসে আমি আবার এলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। বিশ^বিদ্যালয় প্রেসক্লাবের দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর বলেন, আমরা ঘটনা জানতে পেরে বিশ^বিদ্যালয়ের কয়েকজন সংবাদকর্মীরা সত্যতা জানতে চাইলে মারধরকারী শিক্ষার্থীরা নিজেদের ছাত্রলীগ কর্মী ও বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী পরিচয় দেয়। এ সময় ওই ছাত্রলীগ কর্মীরা আমাদেরও প্রাণনাশের হুমকি দেয়। ওই ছাত্রীকে মারধরকারী ও হুমকি প্রদানকারীরা হলোÑ সমাজকর্ম বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের মাহমুদুল হাসান রুদ্্র এবং পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ রিয়াদ। তিনি বলেন, রাতে বিশ^বিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ফুডকোর্টে চা খেতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে তাদের ওপর উপর্যুপরি আঘাত হানে ছাত্রলীগের সভাপতি গ্রুপের নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের বেধড়ক পিটুনি দেন লোকপ্রশাসন বিভাগের অনিরুদ্ধ দেব রায় অমিয়, নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দীকি, গণিত বিভাগের নজরুল ইসলাম রাকিবসহ আরও বেশ কয়েকজন। মারধরের শিকার সরদার আব্বাস ঘটনাস্থলেই জ্ঞান হারান এবং গুরুতর আহত হন সৈয়দ নবীউল আলম দীপু।
×