ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাইফ পাওয়ারের রাইট শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৪:০৩, ১০ এপ্রিল ২০১৭

সাইফ পাওয়ারের রাইট শেয়ার বিওতে জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের অগ্রাধিকারমূলক শেয়ার বা রাইট শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি এ্যাকাউন্টে (বিও হিসাব) পাঠানো হয়েছে। বৃহস্পতিবার শেয়ারগুলো বিও এ্যাকাউন্টে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৮ ডিসেম্বর কোম্পানির এজিএমে রাইট ইস্যুর বিষয়ে সম্মতি জানান সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ারহোল্ডাররা। পরবর্তীতে বিএসইসির অনুমোদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত রাইট শেয়ার আবেদন গ্রহণ করে কোম্পানিটি। এর জন্য কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ৭ ফেব্রুয়ারি। সূত্রে জানা গেছে, সাইফ পাওয়ারটেক ১:১ অনুপাতে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি) ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি রাইট শেয়ার ইস্যু করে। ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×