ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ডাক্তার-নার্সদের দক্ষতা উন্নয়নে সমঝোতা সই

প্রকাশিত: ০৪:১০, ৯ এপ্রিল ২০১৭

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ডাক্তার-নার্সদের দক্ষতা উন্নয়নে সমঝোতা সই

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মানুষের প্রতি মানবতাবোধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেন। গত বছর দেশের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত এ বার্ন ইনস্টিটিউটের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচ শ’ শয্যার এ বার্ন ইনস্টিটিউটটি এখন বাস্তবায়ন হতে যাচ্ছে। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সম্মেলন কক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ে জাতীয় প্রধান সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, টেমাসেক ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক স্টেনলে লি, সিংহেলথ এর গ্রুপ ডিরেক্টর সহযোগী অধ্যাপক চুং ইয়ে লি এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সহযোগী অধ্যাপক টান বিন কিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ।
×