ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪৯, ৭ এপ্রিল ২০১৭

ঝলক

ভাগ্যে থাকলে ঠেকায় কে? ভাগ্যে থাকলে ঠেকায় কে? ফের এই কথার যথার্থতা প্রমাণিত হলো। কানাডীয় ডগলাস ফিঙ্ক ও বারবারা দম্পতি তিনবার লটারি জিতে ইতিহাসে ঠাঁই পেলেন। ১৯৮৯ সালে প্রথমবার লটারি জিতে এই দম্পতি। সে সময় এক লাখ ডলার পান তারা। ভাগ্য সুপ্রসন্ন হলে যা হয়। এই দম্পতি ২০১০ সালে দ্বিতীয় দফা লটারি জিতে সংবাদের শিরোনাম হয়। সেবার জেতেন ৯০ হাজার মার্কিন ডলার। তবে তৃতীয় দফা লটারি জিতে এই দম্পতি কানাডা ও মার্কিন গণমাধ্যমের ব্রেকিং নিউজের কন্টেন্টে পরিণত হন। এবার তারা জিতেছেন পাক্কা ৬০ লাখ মার্কিন ডলার। সম্প্রতি কানাডায় এই লটারির ড্র হয়। এখন এই বিপুল অর্থ দিয়ে কি করবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে প্রথমে কিছুটা আমতা আমতা করেন ডগলাস ফিঙ্ক। পাশে দাঁড়ানো স্ত্রী বারবারাকে প্রশ্ন করেন আমরা কী সত্যিই ৬০ লাখ ডলার জিতেছি?। স্ত্রী বলেন ‘হ্যাঁ’। তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিঙ্ক বলেন, সন্তানদের ভবিষ্যত গঠনে এই অর্থ খরচ করতে চাই। বারবারা ফিঙ্ক বলেন, পরিবার সবার আগে। আমাদের মেয়ে ও নাতি-নাতনিরা যাতে ভালভাবে থাকতে পারে সেটা আমরা চাই। এরপর ঘুরতে যাওয়ার কথা বলেন বারবারা। এরপর ডগলাস ফিঙ্ক বলেন, একটা নতুন বাড়ি তৈরির পরিকল্পনা আমাদের অনেক দিনের। আমি বারবারাকে একটি অনিন্দ সুন্দর বাড়ি উপহার দিতে চাই। জীবনে তৃতীয়বার লটারি জয়ের মুহূর্তের বর্ণনা দিয়ে বারবারা ফিঙ্ক বলেন, যখন বুঝতে পারলাম জয়ী হয়েছি তখন আমার স্বামী কাজের জন্য শহরের বাইরে ছিলেন। ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে প্রথমবার তাকে পাইনি। পাঁচ মিনিট পর তাকে ফোনে পাই। বলে উঠি, আমি আবারও জিতেছি। -টরোন্টো সান অবলম্বনে। গুবরেপোকার বুদ্ধ মূর্তি শুধু গুবরেপোকা দিয়ে বুদ্ধ মূর্তি তৈরি করে আলোচনায় এসেছেন এক জাপানী শিল্পী। ইনোজি ইনামুরা নামের এই শিল্পী গত ৬ বছর ধরে কুড়ি হাজার বিভিন্ন জাতের গুবরেপোকা সংগ্রহ করেন। এই পোকা দিয়ে ৫ ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি তৈরি করেন। এখন প্রশ্ন এই বিপুল পরিমাণ গুবরে পোকা তিনি কীভাবে যোগার করলেন। শিল্পমন বলে কথা। খবরে বলা হয়েছে, জাপানের গুনমা এলাকায় রেলওয়েতে কাজ করতেন ইনোজি ইনামুরা। রেললাইনের ধারে এই ধরনের পোকার আনাগোনা রয়েছে। তখন থেকেই পোকাগুলো সংগ্রহ করে শুকাতে থাকেন তিনি। আবার গুনমা এলাকায় থাকার সময় অনেক ছেলেমেয়ে তাকে এই পোকাগুলো সংগ্রহে সাহায্য করে। তার এই বুদ্ধ মূর্তি নিয়ে একটি প্রদর্শনীর কথা ভাবা হচ্ছে।৻অডিটিসেন্ট্রাল অবলম্বনে
×