ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৫ পরিবার উৎকণ্ঠায়

সরকারী বন্দোবস্ত পেয়েও শঙ্কা কাটছে না

প্রকাশিত: ০৫:১৭, ৪ এপ্রিল ২০১৭

সরকারী বন্দোবস্ত পেয়েও শঙ্কা কাটছে না

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ এপ্রিল ॥ পৌরশহরের বাদুরতলীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িসহ তাদের জমিজমা দখল করে প্রভাবশালী মহলের ঘরবাড়ি তোলার চেষ্টা হচ্ছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ১৫ হিন্দু পরিবারের অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশুরা প্রেসক্লাবের সামনে আধা ঘণ্টা অবস্থান করে। সোমবার সকাল সাড়ে দশটায় এসব পরিবার অবস্থান নিয়ে এ ঘটনায় কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। কলাপাড়া থানা পুলিশ প্রতিপক্ষের স্থাপনা তোলার কাজ বন্ধ করে দিয়েছে। প্রাথমিকভাবে কাজ বন্ধ থাকলেও ফের জমি দখলের শঙ্কা করছে তারা। এরা চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছে। নিমাই সাহা ও মনোরঞ্জন শীলের যৌথ স্বাক্ষরে থানায় দেয়া অভিযোগে বলা হয়েছে, সোমবার সকাল আটটার দিকে তাদের দখলি বাদুরতলী মৌজার ৩৩৯ নম্বর খতিয়ানের ৮১৪ নম্বর দাগের বসতভিটার জমিতে প্রতিপক্ষ বাদুরতলী এলাকার আঃ হক মুসল্লি, দেলোয়ার হোসেন খান, পৌরসভার কর্মচারী আঃ রবসহ ছয়জন সশস্ত্র অবস্থায় সেখানে ঢুকে ঘর তোলার কাজ শুরু করে। এ ঘটনার প্রতিবাদে ১৫টি পরিবারের নারী-পুরুষ-শিশু কলাপাড়া প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। পরে পুলিশ প্রশাসনের আশ^াসে বাড়ি ফিরে যায়। মনোরঞ্জন শীল, নিমাই সাহা-সন্ধ্যা রানী, শঙ্কর চক্রবর্তী-সুচিত্রা দেবী, জয়দেব চন্দ্র শুকুল-সরস্বতী, সুধাংসু শুকুল-সীতা রানী, স্বপন চন্দ্র শুকুল-স্বর্ণারানী, সুনীল চন্দ্র শুকুল-গীতারানী দম্পতিসহ সকলে জানান, তারা ওই দাগের সরকারী খাস জমি ২০১২ সালে বন্দোবস্ত পেয়ে ১৫টি পরিবার ভাগাভাগি করে বসবাস করে আসছে। যেখানে একটি মন্দিরও রয়েছে। দুটি বন্দোবস্ত কেসমূলে তারা এ জমির মালিক। যা দখল করতে প্রতিপক্ষ চক্রটি মরিয়া হয়ে লেগেছে। অভিযুক্তদের দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা দাবি করেন, একই দাগের জমি তারাও ভূমিহীন হিসেবে বন্দোবস্ত পেয়ে ভোগ দখল করে আসছে। শ্রীনগরে দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ১০ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের আরশেদ আলীর দখলকৃত জমিতে একই এলাকার আবুবকর সম্প্রতি দখলের পাঁয়তারা শুরু করে। সোমবার সকালে আরশাদ আলী তার লোকজন নিয়ে জমিতে ধান রোপণ করতে গেলে আবু বকরের লোকজন তাদের বাধা প্রদান করে। কথা কাটাকাটির একপর্যায়ে আবুবকরের লোকজন টেঁটা, বল্লম ও রামদা নিয়ে আরশাদ আলীর লোকজনের ওপর আক্রমণ করে। এ সময় আরশাদ আলী ও তার ভাই হাসেম টেঁটাবিদ্ধ হয়। তাদের রক্ষা করতে আসলে সন্ত্রাসীদের আক্রমণে ঝুনু বেগম, সেলিনা বেগম ও তাহমিনা বেগমের মাথা ফাটে যায়। মারাত্মক আহত অবস্থায় আরশাদ আলী ও হাসেমকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আরশাদ আলীর লোকজন একত্রিত হয়ে আবুবকর গ্রুপের ওপর হামলা চালায়।
×