ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইয়ুমকে অবশেষে দলীয় প্রধানের পদও ছাড়তে হলো

প্রকাশিত: ০৪:২৩, ২৯ মার্চ ২০১৭

গাইয়ুমকে অবশেষে দলীয় প্রধানের পদও ছাড়তে হলো

মালদ্বীপের ক্ষমতাসীন দল দলীয় প্রধানের পদ থেকে মামুন আব্দুল গাইয়ুমকে অপসারণ করেছে। মামুন আব্দুল গাইউম সে দেশের সাবেক ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিলেন। তিনি তার সৎ ভাই বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের বিরুদ্ধে দলে বিদ্রোহের ডাক দেন। কিন্তু সে বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়। খবর এএফপির। মামুন নির্বাসিত বিরোধী নেতা মোহাম্মদ ‘নাশিদের সঙ্গে গত সপ্তাহে এক সমাঝোতায় উপনীত হয়ে পার্লামেন্টে তার সদস্যদের বর্তমান সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়ার জন্য প্ররোচিত করেন। কিন্তু তার সে চেষ্টা ব্যর্থ হলে সোমবার দিন শেষে তাকে অপসারণ করা হয়। প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন সম্প্রতি দলের নির্বাহী ক্ষমতা নিজ হস্তে গ্রহণ করেন এবং সৎ ভাই গাইয়ুমকে নামমাত্র দলীয় প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের একজন কর্মকর্তা জানান, গাইয়ুমকে বিরোধী দলের প্রতি মহানুভূতিশীল বলে অভিযুক্ত করা হয়েছে। এই কর্মকর্তা আরও বলেন, গাইয়ুমের নীতি বা আদর্শ পিপিএমের সঙ্গে মিলে না। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় যে, মামুন আব্দুল গাইয়ুম প্রেসিডেন্ট ইয়ামিনের ক্ষমতা সঙ্কুচিত করার অভিপ্রায়ে গত সোমবার পার্লামেন্ট সদস্যদের স্পীকারের বিরুদ্ধে অনাস্থা ভোট প্রদানের আহ্বান জানান। এর আগে গাইয়ুম সাবেক প্রেসিডেন্ট নাশিদের সঙ্গে জোটবদ্ধ হন। নাশিদের ধারণা ছিল যে, গাইয়ুমের সঙ্গে জোটবদ্ধ হলে পার্লামেন্টে স্পীকারকে সরিয়ে দেয়া সম্ভব হবে। কিন্তু পার্লামেন্টে বিরোধীদলীয় সদস্যদের হৈ-হট্টগোলে তা প- হয়ে যায়। স্পীকারের বিরুদ্ধে যাতে ভোট না দিতে পারে সে জন্য অনেক পার্লামেন্ট সদস্যকে জোর করে পার্লামেন্ট ভবনের বাইরে বের করে দেয়া হয়। জাপানের হোক্কাইডো উপকূলে পাঁচ মাত্রার ভূমিকম্প জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো উপকূলের দক্ষিণ-পশ্চিমে মঙ্গলবার সকালে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক শূন্য। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ৪১ দশমিক ৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ১৩৮ দশমিক ৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় সকাল ৭টা ৩১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর এএফপির। জেএমএ জানায়, হোক্কাইডোর দক্ষিণ-পশ্চিমে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এদিকে ভূমিকম্পের ফলে সুনামি সতর্কতা জারি করা হয়নি। আঞ্চলিক কর্মকর্তারা জানান, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিরও কোন খবর পাওয়া যায়নি।
×