ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪৫ দিনের মধ্যে ঋণ পরিশোধ করবে মস্কো

প্রকাশিত: ০৬:০৮, ২৪ মার্চ ২০১৭

৪৫ দিনের মধ্যে ঋণ পরিশোধ করবে মস্কো

সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন রাশিয়ার যে ঋণ বকেয়া ছিল, তা আগামী ৪৫ দিনের মধ্যে পরিশোধ করবে মস্কো। রুশ অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বসনিয়া আর হার্জাগোভিনার সঙ্গে সমঝোতায় আসার পরই ঋণ পরিশোধ করবে রাশিয়া। সবশেষ তথ্যমতে, বালকান দেশগুলোতে বকেয়া আরও ১২ কোটি ৫০ লাখ ডলার আগামী ৪৫ দিনের মধ্যে পরিশোধ করবে রাশিয়া, যা দেশটির সবশেষ ঋণ। এর আগে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাবেক যুগোসøাভিয়ার দেশ ক্রোয়েশিয়া, সার্বিয়া, মন্টেনেগ্রো, সেøাভেনিয়া ও ম্যাকাডোনিয়ার ঋণ পরিশোধ করেছে রাশিয়া। ১৯৯৯ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর যখন রাশিয়ান ফেডারেশন হয়, তখন মোট ঋণের পরিমাণ ছিল ৬ হাজার ৬শ’ কোটি ডলার। -অর্থনৈতিক রিপোর্টার এসডিজি ভিত্তিক বাজেট প্রণয়নের আহ্বান কাক্সিক্ষত প্রবৃদ্ধি এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এসডিজিভিত্তিক বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সানেম। রাজধানীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশের অর্থনীতির ত্রৈমাসিক পর্যালোচনা রিপোর্ট উপস্থাপন করে এ সুপারিশ করে প্রতিষ্ঠানটি। উপস্থাপিত মূল প্রবন্ধে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, বর্তমান যে গতিতে আমরা এগোচ্ছি, তা এসডিজির লক্ষ্য অর্জনে যথেষ্ট নয়। তাই গুণগতমানের শিক্ষা নিশ্চিত, ব্যবসা ও কর্মপরিবেশ সৃষ্টির পাশাপাশি স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে। এছাড়া বেসরকারী খাতে বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নসহ রাজনৈতিক অনিশ্চয়তা দূর করার তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটি। -অর্থনৈতিক রিপোর্টার
×