ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিসি হিলের ভাড়া পাঁচ গুণ!

প্রকাশিত: ০৪:৩৮, ২১ মার্চ ২০১৭

ডিসি হিলের ভাড়া পাঁচ গুণ!

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ডিসি হিলে অনুষ্ঠানের ভাড়া বাড়ছে চার গুণ। দুই হাজার টাকা ভাড়ার সঙ্গে চার গুণ বেড়ে উন্নীত হচ্ছে ১০ হাজার টাকায় বা পাঁচ গুণে, আগামী ১ এপ্রিল কার্যকর হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠানের কারণে ময়লা-আবর্জনার যে স্তূপ হয় তা পরিষ্কার করতে অনেক বেশি টাকা ব্যয় হচ্ছে। ভাড়া এক লাফে এতটা বৃদ্ধি করায় অসন্তোষ সৃষ্টি হয়েছে সাংস্কৃতিক অঙ্গনে। চট্টগ্রামে সাংস্কৃতিক কর্মকা-ের অন্যতম প্রাণকেন্দ্র দৃষ্টিনন্দন ডিসি হিলে। অনুষ্ঠান আয়োজকদের পছন্দের জায়গা এই স্পট। সারাবছরই সেখানে থাকে বিভিন্ন ঋতুবরণ উৎসব, বইমেলাসহ কোন না কোন আয়োজন। হঠাৎ ভাড়া চার গুণে উন্নীত হওয়ায় সাংস্কৃতিক কর্মকা- সংকুচিত হবে বলে মনে করছেন সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে বক্তব্য হচ্ছে-সারাবছর ডিসি হিলে অনুষ্ঠানের কারণে ময়লা-আবর্জনা জমে নোংরা পরিবেশের সৃষ্টি হয়। তাছাড়া এমন অনেক আয়োজন রয়েছে, যেখানে দুই হাজার টাকায় ডিসি ভাড়া নিয়ে সেখানে ২০ থেকে ৩০টি পর্যন্ত দোকান বসিয়ে প্রতিটির কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়।
×