ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা নিয়ে কাজ করতে আগ্রহী জার্মান সরকার

প্রকাশিত: ০৪:৪২, ২০ মার্চ ২০১৭

বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা নিয়ে কাজ করতে আগ্রহী জার্মান সরকার

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে ক্রিসচিয়ান ভন মিজলাফ, এ্যাডভাইজার, সাসটেন্যাবল টেক্সটাইলস, জিআইজেড, জার্মানি রবিবার তার দফতরে সৌজন্য সাক্ষাত করেন। মি. আফসারউদ্দিন আহমেদ, সিনিয়র এ্যাডভাইজার, প্রোমোশন অব সোশ্যাল এ্যান্ড এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডাস ইন দি ইন্ডাস্ট্রি (পিএসইএস), জিআইজেড এ সময় উপস্থিত ছিলেন। মিজলাফ ইউজিসি চেয়ারম্যানকে বলেন, জিআইজেডের মাধ্যমে জার্মান সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এদেশের টেক্সটাইল এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে কাজ করতে আগ্রহী। জিআইজেড উচ্চশিক্ষার ক্ষেত্রে টিচিং-লার্নিং এবং গবেষণার মান উন্নয়নে টেক্সটাইল বিশ^বিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের প্রশিক্ষণ দিতে আগ্রহী। ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রকল্পটি দেশের টেক্সটাইল শিক্ষার সক্ষমতা বাড়াতে এবং টেক্সটাইল সেক্টরের উচ্চশিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. দিল আফরোজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×