ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ক্ষতিপূরণ বাবদ ট্রেন!

প্রকাশিত: ০৪:৪৫, ১৯ মার্চ ২০১৭

ক্ষতিপূরণ বাবদ ট্রেন!

ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধরের কাটানা এলাকার কৃষক সম্পূরণ সিংয়ের বাড়ি রেল কর্তৃপক্ষ নিয়ে নেয়। ক্ষতিপূরণ চেয়ে আদালতে গেলে ওই কৃষককে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস দেয়া হয়! ২০১৫ সালে আদালত রায় দিয়েছিল, ক্ষতিপূরণ বাবদ নর্দার্ন রেলওয়েকে সম্পূরণ সিংকে ১ কোটি পাঁচ লাখ রুপী দিতে হবে। রেলওয়ে কর্তৃপক্ষ তা না দেয়ায় সম্পূরণ সিং আবার ফের আদালতের দ্বারস্থ হলে বিচারক তাকে পুরো একটি ট্রেন দিয়ে দেয়। -হিন্দুস্তান টাইমস সবচেয়ে দামি বার্গার... বিশ্বের সবচেয়ে দামি বার্গার তৈরি হয়েছে দুবাইয়ে। স্তন ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে পিঙ্ক বাইট শিরোনামে ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়া হয়েছে। বার্গারটির মূল্য দশ হাজার মার্কিন ডলার। বার্গারটির নাম দেয়া হয়েছে সেভেন এমিরেটস বার্গারস্টেকস। এক রাতেই সেখানে এক লাখ আট হাজার সাত শ’ দিনার সংগ্রহ করা হয়েছে। -এ্যারাবিয়ান বিজনেস
×