ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ‘আন্তঃস্কুল ও আন্তঃজেলা নাট্যোৎসব’ শুরু

প্রকাশিত: ০৩:২৯, ১৮ মার্চ ২০১৭

বগুড়ায় ‘আন্তঃস্কুল ও আন্তঃজেলা নাট্যোৎসব’ শুরু

সংস্কৃতি ডেস্ক ॥ ‘বালক প্রাণে আলোক জ্বালো, নাট্য মঞ্চ জাগিয়ে তোলো’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বগুড়ার শহীদ টিটু মিলনাতনে শুক্রবার থেকে শুরু হয়েছে ‘আন্তঃস্কুল ও আন্তঃজেলা নাট্যোৎসব ২০১৭’। বগুড়া থিয়েটার, লিটল থিয়েটার ও ভোর হলো বগুড়ার যৌথ আয়োজনে আট দিনব্যাপী আয়োজিত এ উৎসব আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে। শুক্রবার নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া ১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দীন। এছাড়াও অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুফিয়া নাজিম, কাহালু পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কামাল উদ্দীন কবিরাজ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিকেল ৩-১৫ মিনিটে একটি আনন্দ উৎসব পদযাত্রা বগুড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নাট্য উৎসবের উদ্বোধনী দিন শুক্রবার ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায় ‘নীলাখ্যান’ নাটক মঞ্চায়ন করে। এর আগে কাহালু মডেল উচ্চ বিদ্যালয় ‘ভস্মীভূত’ ও বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ‘মড়া’ নাটক মঞ্চায়ন করে। আন্তঃস্কুল নাট্য উৎসবে প্রতিদিন বিকেল ৩-৩০ মিনিট থেকে এবং আন্তঃজেলা নাট্য উৎসবের নাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হচ্ছে। আন্তঃস্কুল নাট্য উৎসবে বগুড়ার ৩০ স্কুলের প্রায় পাঁচশত নবীন নাট্যকর্মী অংশ নিচ্ছে। আন্তঃস্কুল নাট্যোৎসবে ‘ভস্মীভূত’, ‘মড়া’, ‘যাদুরতুলী’, ‘একদিনের রাজা’, ‘ইচ্ছে’, ‘রাজাকার’, ‘খুকি ও কাঠবিড়ালী’, ‘আমরা সবাই রাজা’, ‘সকলের জন্য ভালবাসা’, ‘তোতা কাহিনী’, ‘ডাকঘর’, ‘রোগের চিকিৎসা’, ‘অভিযান’, ‘দুষ্টু ছেলে’, ‘জুতা আবিষ্কার’, ‘প্রতিরোধ’, ‘ছাত্রের পরীক্ষা’, ‘রাজা ও রাজদ্রোহী’, ‘একজন কিশোর মুক্তিযোদ্ধা’, ‘বীরঙ্গনার গল্প’, ‘অমল, ‘পেটে ও পিঠে’, ‘জঙ্গিবাদ নিপাত যাক’ এবং ‘রাজার অসুখ’ নাটক মঞ্চায়ন করবে বিভিন্ন নাট্যদল। এছাড়া আন্তঃজেলা নাট্য উৎসবে ঢাকার নাট্যদল মহাকাল নাট্য সম্প্রদায়, কলকাতার রবীন্দ্রনগর নাট্যায়ূধ নাট্যদল, সিরাজগঞ্জের নাট্যলোক, রংপুরের নাট্যকেন্দ্র, পাবনার ড্রামা সার্কেল, দিনাজপুরের আমাদের থিয়েটার ও স্বাগতিক নাট্যদল বগুড়া থিয়েটার নাটক মঞ্চায়ন করবে। এই উৎসবের মিডিয়া পার্টনার এটিএনবাংলা।
×