ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেঙ্গলে ‘ইম্প্রেশন্স অব ঢাকা’ শীর্ষক ওপেন স্টুডিওর উদ্বোধন

প্রকাশিত: ০৩:২৯, ১৮ মার্চ ২০১৭

বেঙ্গলে ‘ইম্প্রেশন্স অব ঢাকা’ শীর্ষক ওপেন স্টুডিওর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ধানম-ির বেঙ্গলের আবদুর রাজ্জাক বিদ্যাপীঠে শুক্রবার সিরামিক ভাস্কর্যের নিরীক্ষামূলক কিছু কাজ নিয়ে ‘ইম্প্রেশন্স অব ঢাকা’ শীর্ষক ওপেন স্টুডিও উদ্বোধন হয়েছে। ওপেন স্টুডিও আগামী ২৪ মার্চ শুক্রবার পর্যন্ত প্রতিদিন ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এই আয়োজন বেঙ্গল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ ‘রেসিডেন্সি প্রোগ্রাম’-এর একটি অংশ এবং প্রথম পর্বের শিল্পী ব্রিটিশ ভাস্কর রিচার্ড ক্রুক্স। রিচার্ড ও বাংলাদেশী শিল্পী অসীম হালদার সাগরের যৌথ পরিচালনায় সম্প্রতি দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে ১৪ বাংলাদেশি তরুণ ভাস্কর অংশ নেয়। এই ওপেন স্টুডিওতে ক্রিয়েটিভ ইন্টারভেনশন শীর্ষক সেই কর্মশালার ফলাফল এবং কর্ম প্রক্রিয়া প্রদর্শিত হচ্ছে। সেই সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে কর্মশালায় নির্মিত ভাস্কর্যগুলোকে রাকু কৌশলে আগুনে পুড়িয়ে সেগুলোকে চূড়ান্ত রূপ দেয়া হয়। কাদামাটি, সিমেন্ট, প্লাস্টার ইত্যাদি দিয়ে কংক্রিট ঢালাই করে ঢাকায় প্রতিনিয়ত যেভাবে নির্মাণকর্ম দেখা যায় সেই কৌশলের সঙ্গে সাদৃশ্য রেখেই ভাস্কর রিচার্ড তার এক মাসব্যাপী গবেষণা ভিত্তিক রেসিডেন্সি প্রোগ্রামে নির্মাণ করেছেন বেশকিছু ভাস্কর্য। রিচার্ড এর আগে অন্যান্য প্রতিষ্ঠানের নিমন্ত্রণে আরও ৪ বার বাংলাদেশে এসেছেন। ঘুরেছেন অনেক জেলা। তার এই পঞ্চম সফরে তার আগের অভিজ্ঞতা এবং এবারের একাগ্র গবেষণার সমন্বয় ঘটিয়েছেন। তাই তার কাজে প্রতিফলিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনার অংশবিশেষ বা স্থাপনাশৈলী। এই রেসিডেন্সির কাজগুলো তার অন্যান্য আরও কাজের সঙ্গে আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পাউন্ড আর্টস সেন্টারে ‘ট্রান্সফরমেশন’ শীর্ষক একটি একক প্রদর্শনীতে দেখানো হবে। বাংলাদেশে আধুনিক ধারার শিল্পচর্চাকে তরান্বিত করার লক্ষ্যে বেঙ্গল ফাউন্ডেশন নিরন্তর কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে রেসিডেন্সি প্রোগ্রাম উদ্যোগ শুরু হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে দেশ ও বিদেশের আরও অনেক শিল্পীকে গবেষণা এবং নিরীক্ষাধর্মী কাজ করার সুযোগ দেয়া হবে। সেইসঙ্গে বৃহত্তর শিল্পী সমাজের জ্ঞান এবং চর্চার ক্ষেত্রে অবদান রাখার লক্ষ্যে এ ধরনের ওপেন স্টুডিও, কর্মশালা ইত্যাদিকেও একইভাবে রেসিডেন্সি প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।
×