ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ নীলক্ষেত মোড়ে গ্রার্হস্থ্য অর্থনীতি শিক্ষার্থীদের মহাসমাবেশ

প্রকাশিত: ০৯:১৪, ১৬ মার্চ ২০১৭

আজ নীলক্ষেত মোড়ে গ্রার্হস্থ্য অর্থনীতি শিক্ষার্থীদের মহাসমাবেশ

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা বুধবার তৃতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করে আজ বৃহস্পতিবার একই জায়গায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। বেলা ১১টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা কলেজটির ভেতর থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করে। বেলা দুইটায় তারা একই জায়গায় মহাসমাবেশ ও সংবাদ সম্মেলন কর্মসূচীর ঘোষণা দিয়ে দিনের অবরোধ পালন কর্মসূচী শেষ করে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফাতিমা সুরাইয়াসহ সাত-আটজন শিক্ষক বেলা সাড়ে ১১টার দিকে নিউ মার্কেট মোড়ে এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা তাতে সাড়া দেয়নি। সাংবাদিকদের সঙ্গে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এটা একটা বড় ধরনের সংস্কার। এটা রাতারাতি হওয়া সম্ভব না। এর খুঁটিনাটি বিষয়গুলো দেখতে কিছুটা সময় প্রয়োজন। কিন্তু ছাত্রীদের দেরি সহ্য হচ্ছে না এবং তাদের জনদুর্ভোগ না করার জন্য বলা হলেও তারা তাই করছে। আমরা তাদের এই তথ্য দিয়েছি যে, বিষয়টির যৌক্তিকতা যাচাইয়ের জন্য করা কমিটির রিপোর্টটা হতে দু’চার দিন সময় লাগবে।
×