ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী জেলা প্রশাসনের চিঠিতে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শোক দিবস

প্রকাশিত: ০৪:৩০, ১৬ মার্চ ২০১৭

রাজশাহী জেলা প্রশাসনের চিঠিতে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শোক দিবস

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ। দিবসটি পালনে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এসব অনুষ্ঠান সম্প্রচারের জন্য গণমাধ্যমে চিঠি পাঠানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু পৌনে দুই লাইনের ওই চিঠিতে দুইটি ভুল রয়েছে। জাতীয় শিশু দিবসের স্থলে লেখা হয়েছে ‘জাতীয় শোক দিবস’। আর বঙ্গবন্ধুর বানান লেখা হয়েছে ‘বঙ্গাবন্ধু’। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রক্তিম চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে যা লিখা হয়েছে, তা হলোÑ ‘জাতির পিতা বঙ্গাবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শোক দিবস’ ২০১৭ পালন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’। সহকারী কমিশনার রক্তিম চৌধুরী স্বাক্ষরিত চিঠিটি বাংলাদেশ টেলিভিশনের রাজশাহী উপকেন্দ্রের প্রধানসহ গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়েছে। যা ইস্যু করা হয়েছে ৮ মার্চ। এদিকে প্রশাসনের চিঠিতে এ ধরনের ভুলের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ক্ষোভ প্রকাশ করে বলেন জাতির জনকের জন্মদিন বা জাতীয় শিশু দিবসকে জেলা প্রশাসনের চিঠিতে ‘জাতীয় শোক দিবস’ লিখেছে। এটি ভুল নয়Ñ নিঃসন্দেহে ঔদ্ধত্যপূর্ণ। যারা বঙ্গবন্ধুর অবদান স্বীকার করতে চায় না ও অসম্মান করে তারাই এ কাজ করেছে বলে দাবি করেন তিনি। এই চিঠির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে চিঠি ইস্যুকারী কর্মকর্তা ও সহকারী কমিশনার রক্তিম চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, এ ধরনের ভুল অনাকাঙ্খিত। কেন কিভাবে এ ভুল হয়েছে তা খতিয়ে দেখা হবে। একইসঙ্গে ভুল সংশোধন করে নতুন করে চিঠি পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন।
×