ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শুভসূচনা করতে চায় আবাহনী-মার্জিয়া দু’দলই

প্রকাশিত: ০৪:৪৮, ১৪ মার্চ ২০১৭

শুভসূচনা করতে চায় আবাহনী-মার্জিয়া দু’দলই

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫-১৬ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে (অপরাজিত) এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আয়োজনে ‘এএফসি কাপে’ খেলার যোগ্যতা অর্জন করেছে ঢাকা আবাহনী লিমিটেড। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আবাহনী তাদের প্রথম গ্রুপ ম্যাচে মোকাবেলা করবে মালদ্বীপের মার্জিয়াকে। খেলাটি দেখা যাবে স্টার স্পোর্টস এবং ফক্স স্পোর্টস চ্যানেলে। এএফসি এশিয়ার প্রত্যেক দেশের প্রতি বছরের লীগ শিরোপাধারীদের সমন্বয়ে এই আন্তর্জাতিক ফুটবল আসর আয়োজন করে থাকে। ২০১১-১২ মৌসুমের পর এ আসরে আবারও খেলবে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ দল খ্যাত ঢাকা আবাহনী। তারা খেলবে দক্ষিণ অঞ্চলের ‘ই’ গ্রুপে। এই গ্রুপের অপর দলগুলো হলো : ভারতের মোহনবাগান, জেএসডব্লিউ ব্যাঙ্গালুরু এফসি এবং মালদ্বীপের মার্জিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। প্রতিটি ক্লাব হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে পরস্পরের বিরুদ্ধে দু’বার করে খেলবে। সেক্ষেত্রে প্রতিটি দল মোট ৬টি করে ম্যাচ খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে একাধিক ক্লাবের পয়েন্ট সমান হলে বাইলজ অনুযায়ী দলের অবস্থান অনুক্রম নির্ধারণ করা হবে। ‘ই’ গ্রুপের চাম্পিয়ন দল ইন্টার জোনাল সেমিফাইনালে উন্নীত হবে। সেখানে খেলা হবে নকআউট ভিত্তিতে। এ উপলক্ষে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এক ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ঢাকা আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ বলেন, প্রথম ম্যাচটি ‘খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। এটি ক্লাবের নয়, দেশের খেলা। তাই ছেলেরা নিজেদের সেরা পারফর্মেন্সটাই কাল দেবে বলে আশাকরি।’ চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল ক্লাব কাপে গোল খরায় ভুগেছিল ঢাকা আবাহনী। হেরেছিল মালদ্বীপের আরেক ক্লাব টিসি স্পোর্টসের কাছে। এবার তারা মুখোমুখি হবে একই দেশের আরেক ক্লাবের। এ প্রসঙ্গে মামিচ বলেন, ‘শেখ কামাল কাপে ফিনিংশিংয়ের ঘাটতি ছিল আমাদের। সেটি থেকে এখন আরও ভাল অবস্থায় আছে দল। আমি আত্মবিশ্বাসী আমরা সমানতালেই খেলব। দুই দলই ফেবারিট বলে মনে করব। ম্যাচে দু’দলেরই পয়েন্ট পাওয়ার সুযোগ আছে।’ আবাহনীর অধিনায়ক মামুন মিয়া বলেন, ‘চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে জয় করে এএফসি কাপ শুরু করার। আন্তর্জাতিক ম্যাচে আমাদের এখন যে অবস্থা, চেষ্টা করব এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে। আবাহনী লীগ চ্যাম্পিয়ন দল। এর ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করব। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জায়গা এটি। সেই সুযোগ এসেছে। দলের সবাই নিজেদের সেরাটা দিতে চেষ্টা করবে। দর্শকদের কাছে অনুরোধ তারা যেন মাঠে এসে দলকে উৎসাহ দেন।’ ম্যাচ খেলতে রবিবার ঢাকায় এসেছে মার্জিয়া স্পোর্টস। সোমবার ছিল দলের কোচ মারজান সেকোলোভস্কির জন্মদিন। মঙ্গলবার ম্যাচে শিষ্যরা জন্মদিনের উপহার হিসেবে তিন পয়েন্ট উপহার দেবে বলে আশা করছেন মার্জিয়া কোচ মারজান। দু’মাস ধরে দলের কোচের দায়িত্ব পালন করা মারজান বলেন, ‘বাংলাদেশে গতকাল এসেছি। ম্যাচের জন্য ভাল প্রস্তুতি নিয়ে এসেছি। ঢাকা আবাহনী সম্পর্কে ধারণা আছে। তারা ভাল দল। তাদের বিদেশী কোচ। বেশিরভাগ ফুটবলার জাতীয় দলের। আমি মার্জিয়ার কোচ। সবসময় আমার দলের খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখি। আগামীকাল খেলোয়াড়রা চেষ্টা করবে তাদের সেরাটা উপহার দিতে এবং আশাকরি তারা আমাকে জন্মদিনের উপহার হিসেবে ম্যাচটা জিতে তিন পয়েন্ট উপহার দেবে।’ তিনি আরও যোগ করেন, ‘শেখ কামাল কাপে আমি আবাহনী-টিসি স্পোর্টস ম্যাচটি দেখেছি। ওই ম্যাচে আবাহনী হারলেও প্রতিপক্ষের চেয়ে তাদেরই বেশি শক্তিশালী মনে হয়েছে। মঙ্গলবারের ম্যাচে আমরা অবশ্যই আবাহনীকে সমীহ করেই খেলব।’ মার্জিয়া ক্লাবে আছেন চার বিদেশী ফুটবলার। তারা হলেন কিরগিজস্তানের মাতিয়াশ পাভেল (গোলরক্ষক), সার্বিয়ার মিলো কোভাসেভিচ (ডিফেন্ডার), আলেকসান্দার রাকিচ (ফরোয়ার্ড) এবং রোমানিয়ার আন্দ্রেই-আলেক্সান্দ্রু কোরদোস (ডিফেন্ডার)। মার্জিয়ার অধিনায়ক আব্দুল্লাহ আসাদুল্লাহ জানান, ‘আমরা ড্র কিংবা হার নয়, একমাত্র জয়ের লক্ষ্য নিয়েই ঢাকায় এসেছি। আমরা প্রথম ম্যাচে চাই তিন পয়েন্ট। গ্রুপের কোন দলই সহজ নয়। নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে চাই আমরা।’ উল্লেখ্য, মার্জিয়া ক্লাব এ নিয়ে পঞ্চমবার অংশ নেবে এএফসি কাপে। যদিও কখনই দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি। দলটিতে জাতীয় দলের আট ফুটবলার আছেন। এবারের প্রতিযোগিতায় গ্রুপ পর্বে এশিয়ার ৩৬ লীগ শিরোপাধারী দলকে ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে আছে ৪টি করে দল। এই দলগুলোকে আবার ৫টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এগুলো হলো : পশ্চিম, মধ্যম, দক্ষিণ, পূর্ব ও আসিয়ান অঞ্চল। পশ্চিম ও আসিয়ান অঞ্চলের মধ্যে ৬টি গ্রুপসহ মধ্যম, দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ১টি করে ৩টি নিয়ে মোট ৯টি গ্রুপ। দক্ষিণ অঞ্চলের ‘ই’ গ্রুপে পড়েছে আবাহনী। আজকের খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগত দর্শকদের জন্য টিকেটের মূল্য হচ্ছে ৫০ (পূর্ব ও পশ্চিম গ্যালারি), ১০০ এবং ১৫০ টাকা (ভিআইপি গ্যালারি)। স্কুলের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখালে বিনা অর্থে খেলা দেখতে পারবে। এক্ষেত্রে তাদের আবাহনী ক্লাব থেকে সৌজন্যমূলক অগ্রিম টিকেট সংগ্রহ করতে হবে।
×