ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইইউবিএটিতে বিএনসিসির প্লাটুনের উদ্বোধন

প্রকাশিত: ০৪:৩৮, ৯ মার্চ ২০১৭

আইইউবিএটিতে বিএনসিসির প্লাটুনের উদ্বোধন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) মঙ্গলবার উত্তরায় নিজস্ব ক্যাম্পাসে বিএনসিসির একটি পুরুষ প্লাটুনের উদ্বোধন করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস, বিএনসিসির মহাপরিচালক, প্রধান অতিথি, অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, বিটিএফও, ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর প্রো-ভিসি এবং গবর্নিং বডির সদস্য বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাহমুদা খানম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। -বিজ্ঞপ্তি সরকারী হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্দিষ্ট রঙের পোশাক স্টাফ রিপোর্টার ॥ সরকারী হাসপাতালগুলোতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্দিষ্ট রঙের পোশাক নির্ধারণ করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে যাদের জন্য সরকারী পোশাক বরাদ্দ করার বিধান রয়েছে তাদের জন্যেও নির্দিষ্ট রং নির্ধারণ করে দেয়া হবে। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারী হাসপাতালের পরিচালকদের সঙ্গে সভায় সভাপতিত্বকালে এ সংক্রান্ত আদেশ দ্রুত জারি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সভায় অন্যদের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ দেশের সরকারী হাসপাতালের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
×