ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

হেডফোনে কথোপকথন

প্রকাশিত: ০৫:৪২, ৬ মার্চ ২০১৭

হেডফোনে কথোপকথন

সনি সম্প্রতি তাদের ‘এক্সপেরিয়া ইয়ার’-এর নতুন সংস্করণের ধারণা প্রকাশ করেছে। তারহীন এক্সপেরিয়া ইয়ারের নতুন এই সংস্করণে আগে থেকেই গুগল এ্যাসিসট্যান্ট ইনস্টল করা থাকবে। রয়েছে আঙুলের স্পর্শ, কণ্ঠস্বর ও মাথার নাড়াচাড়ার সংকেতে কাজের নির্দেশনা দেয়ার সুবিধা। তবে এক্সপেরিয়া ইয়ারের নতুন সংস্করণের নতুনত্বটা রয়েছে এর অডিও আউটপুট পদ্ধতিতে। দেখতে অনেকটা সাধারণ ব্লুটুথ ইয়ারপিসের মতোই। তবে নতুন এক্সপেরিয়া ইয়ার কানের সঙ্গে যুক্ত থাকবে এবং অডিও আউটপুটের অংশটি কিছুটা আংটার মতো দেখতে। কানের হাড়কেই শব্দতরঙ্গ প্রবাহের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে এই ইয়ারপিসে। এছাড়া আংটাকৃতির হওয়ায় কানের ফুটো মুক্ত থাকছে। ফলে সাধারণ ব্লুটুথ ইয়ারফোনের স্পিকার দ্বারা মস্তিষ্কের দীর্ঘমেয়াদি ক্ষতিসাধন রোধ করা যাবে বলে আশা সনির প্রযুক্তি বিশেষজ্ঞদের। এক্সপেরিয়া ইয়ারের বিশেষত্ব হচ্ছে এক বোতামে চেপে অথবা মাথা নাড়াচাড়ার সংকেতের মাধ্যমে যে কোন মুহূর্তে কথোপকথন শুরু করার সুবিধা। এ ছাড়া চূড়ান্ত পণ্য হিসেবে বাজারে আসা ইয়ারপিসগুলো আরও নমনীয় হবে বলে জানিয়েছে সনি। -পলিগন
×