ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের প্রভাবশালী মুসলিম নেতা সৈয়দ সাহাবুদ্দিন আর নেই

প্রকাশিত: ০৩:৫২, ৬ মার্চ ২০১৭

ভারতের প্রভাবশালী মুসলিম নেতা সৈয়দ সাহাবুদ্দিন আর নেই

ভারতের অন্যতম প্রভাবশালী মুসলিম নেতা সৈয়দ সাহাবুদ্দিন মারা গেছেন। শনিবার সকালে দীর্ঘ রোগভোগের পর ৮২ বছর বয়সে মারা যান তিনি। ঝানু কূটনীতিক হিসেবে অবসরের পর রাজনীতিতে নামেন সৈয়দ সাহাবুদ্দিন। পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই দিন দিল্লির নিজামুদ্দিন এলাকায় তার দাফন সম্পন্ন হয়। খবর বিবিসির। সালমান রুশদির লেখা স্যাটানিক ভার্সেস ভারতে নিষিদ্ধ করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। রাম-জন্মভূমি ও বাবরি মসজিদ বিতর্কেও তিনি মুসলমান সমাজের পক্ষে ভূমিকা রাখেন। বাবরি মসজিদ সংগ্রাম কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্ম ১৯৩৫ সালে বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় সারা রাজ্যে প্রথম হন সাহাবুদ্দিন।
×