ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়ন্ত বোসের সঙ্গীতে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৩:৫৩, ৫ মার্চ ২০১৭

জয়ন্ত বোসের সঙ্গীতে মুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ ভারতীয় শিল্পী আচার্য জয়ন্ত বোসের শাস্ত্রীয় সঙ্গীতে মুগ্ধ হল ঢাকার শ্রোতা। শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পীর একক ওই পরিবেশনার আয়োজন করে বীণকার মিউজিক্যাল সোসাইটি। এ আয়োজনে সহযোগিতা করে শিল্পকলা একাডেমি ও উদীচী শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে সুর, তবলা আর হারমোনিয়ামের অপূর্ব সংমিশ্রণে উপস্থিত শ্রোতাদের হৃদয় করেন শিল্পী। তাঁর সঙ্গে তবলা সঙ্গত করেন প-িত বিপ্লব ভট্টাচার্য ও সুব্রত দাস। শিল্পীর একক শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার শুরুতে ছিল সংক্ষিপ্ত আলোচনা পর্ব। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (অব) রবীন্দ্রনাথ রায়, উদীচীর সভাপতি ড. সফিউদ্দিন আহমদ, নাট্যজন ড. ইনামুল হক, গণসঙ্গীত শিল্পী মাহমুদ সেলিম ও নাট্যজন শংকর শাওজাল। এ সময় বক্তারা বলেন, একটি সঙ্গীত পরিবারে আচার্য জয়ন্ত বোসের জন্ম। তাঁর বাবা-মা দুজনেই এই অঙ্গনে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তাঁদের সঙ্গীতানুরাগ তিন ছেলে- পণ্ডিত কুমার বোস, পণ্ডিত জয়ন্ত বোস ও প-িত দেবজ্যোতি বোসকে সঙ্গীতজ্ঞ হয়ে গড়ে উঠতে অনুপ্রাণিত করেছে। প-িত জয়ন্ত বোস বহুমুখী সঙ্গীত প্রতিভার অধিকারী শিল্পী হিসেবে বিশ্ব সঙ্গীত জগতে পরিচিত নাম। তিনি আধুনিক বাংলা গান, ছোট খেয়াল ও অন্যান্য ভারতীয় সঙ্গীতের মেলবন্ধনে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।
×