ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পূর্ণাঙ্গ স্থলবন্দর হচ্ছে বাল্লা সীমান্তে

প্রকাশিত: ০৩:৫০, ৫ মার্চ ২০১৭

পূর্ণাঙ্গ স্থলবন্দর হচ্ছে বাল্লা সীমান্তে

অর্থনৈতিক রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা সীমান্তে প্রতিষ্ঠিত হচ্ছে পূর্ণাঙ্গ স্থলবন্দর। সম্প্রতি বাল্লা শুল্ক বন্দরকে স্থানান্তর করে কেদারকোট এলাকায় পূর্ণাঙ্গ স্থলবন্দর নির্মাণের ঘোষণা দেয় সরকার। এ প্রকল্পের জন্য একনেক সভায় ৬০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ বন্দর চালু হলে ভারতÑ বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। হবিগঞ্জ সীমান্তের বাল্লা শুল্ক স্থলবন্দরটি ১৯৫১ সালে ৪ দশমিক ৩৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এ বন্দর দিয়ে চলে আসছে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য। শুরু থেকেই বন্দরের কাস্টমসের কার্যক্রম হতো টিনের একটি ঘরে। স্বাধীনতা পরবর্তী সময়ে তেমন কোন উন্নয়ন না হওয়ায় এক সময় বন্ধ হয়ে যায় এ বন্দরের কার্যক্রম। গত বছরের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে এ বন্দর প্রতিষ্ঠায় ঐক্যমত পোষণ করা হয়। এর কিছু দিন পর বাংলাদেশ-ভারতের যৌথ পরিদর্শনের পর বর্তমান কেদারকোট এলাকায় স্থলবন্দর আধুনিকায়নের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের খোয়াই নদীতে ব্রিজ ও সংলগ্ন রাস্তাঘাট এবং বাংলাদেশ অংশের রাস্তা ও অবকাঠামো উন্নয়ন করা হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, শুল্ক স্টেশনটি যখন স্থলবন্দর হিসেবে রূপান্তরিত হবে। তখন এর মাত্রাও বাড়বে। সরকারের এটা নিয়ে চিন্তা রয়েছে। ভারতের কাস্টমস তত্ত্বাবধায়ক বলেন, ‘চার বছরের মধ্যে ভারতীয় অংশের পোর্ট খুলে যাবে।’ বদরগঞ্জে তুলা চাষ করে কৃষক রবিউলের সাফল্য সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর ॥ রংপুরের বদরগঞ্জে চলতি বছরে রূপালী জাতের তুলা চাষ করে কৃষক রবিউল হকের ব্যাপক সাফল্য। এই অঞ্চলের বেশিরভাগ উঁচু জমি তুলা চাষের জন্য খুবই উপযোগী। গত বছরের তুলনায় এবার দ্বিগুণ ফসলের সম্ভাবনা লক্ষ্য করে এলাকার অন্য চাষীরাও তুলা চাষাবাদের জন্য আগাম জমি তৈরির কাজ করছেন। অনেকেই আবার তুলা চাষাবাদের পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা, লাভের আশায় রংপুর তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। তাই চাষীরা আধুনিক পদ্ধতিতে তুলা চাষ করে নিজেদের ভাগ্য বদলানোর পাশাপাশি উন্নয়নের বিপ্লব ঘটাতে পারে বলে বিশেষজ্ঞরা তাদের অভিমত ব্যক্ত করেছেন। শনিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাতিল ভাসা মাঠে দ্বিতীয় বারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে রূপালী জাতের তুলা। রংপুর তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মাঠ পর্যায়ের শেখানো পদ্ধতি অনুসরণ করে কুতুবপুর জুম্মাপাড়ার দুই জন চাষী গত বছরের আগস্ট মাসে জমিতে তুলা বীজ লাগান।
×